Arbitration Meeting: সালিশি সভায় ডেকে যা হল, কী ভয়ঙ্কর...
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Arbitration Meeting: সালিশি সভায় ডেকে এনে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। ১১ জন আহতের মধ্যে মহিলারাও আছেন। ৭ জন গুরুতর আহত হন
দক্ষিণ ২৪পরগনা: পারিবারিক অশান্তি মেটানোর জন্য গ্রামে ডাকা হয়েছিল সালিশি সভা। কিন্তু সেখানে ডেকে এনে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। এই ঘটনায় দুই পক্ষের মোট ১১ জন আহত হয়েছেন। চাঞ্চল্যকর ঘটনাটি গোপালগঞ্জ পঞ্চায়েত এলাকার।
অভিযোগ, সালিশি সভায় ডেকে এনে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। ১১ জন আহতের মধ্যে মহিলারাও আছেন। ৭ জনের গুরুতর আহত হন। তাদের কলকাতায় স্থানান্তরিত করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল থেকে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক অশান্তি চলছিল। বিবাদে মেটাতে শুক্রবার সন্ধেয় বাড়িতে সালিশিসভা ডাকে ভাই। সেখানে যেতেই ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয় দাদা ও তার পরিবারের সদস্যদের উপর। গ্রামবাসীরাই আহতদের উদ্ধার করে জামলতলা হাসপতালে নিয়ে যান। আহতদের মধ্যে দু’জনের অবস্থার অবনতি হলে তাঁদেরকে কলকাতায় পাঠানো হয়।
advertisement
advertisement
ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর গরানকাটি এলাকায়। অভিযোগ আরমান মল্লিকের সঙ্গে আমিনুদ্দিন মল্লিকের পারিবারিক গন্ডগোল হয়, সেখান থেকেই এই ঘটনার সূত্রপাত। দুই পক্ষই কুলতলি থানায় অভিযোগ দায়ের করে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 08, 2024 4:26 PM IST