#সাগরদ্বীপ: করোনা বিপদের কথা মাথায় রেখেই নদীতে ডুবে যাওয়া বাংলাদেশি জাহাজের দশজন নাবিককে উদ্ধারের পর রাখা হয়েছে কোয়ারেন্টাইন সেন্টারে। বৃহস্পতিবার বারবেলায় বাংলাদেশি জাহাজএম ভি ধ্রুব রূপন্তী হটাৎই কচুবেরিয়া ঘাটের কাছাকাছি মুড়িগঙ্গা নদীতে দুর্ঘটনার কবলে পড়ে।
নদীর মধ্যে থাকা ইলেকট্রিক টাওয়ারে ধাক্কা মেরেই জাহাজটি নদীতে ডুবে যায়। সাগর থানার কচুবেরিয়া ঘাটে ডিউটিরত পুলিশ কর্মীরা ঘটনাটি দেখা মাত্রই একটি ট্রলারে চেপে নদীবক্ষে রওনা দেন। এরপর ডুবন্ত জাহাজের কাছে পৌঁছে জীবনের ঝুঁকি নিয়ে একে একে ১০ জন নাবিককে উদ্ধার করে। নাবিকদের উদ্ধারের পরপরই জাহাজটি নদীর মাঝারেই ডুবে যায়।এরপর জাহাজের নাবিকদের কচুবেরিয়া থেকে সাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার পর গঙ্গাসাগর কোয়ারেন্টাইন সেন্টারে তাদের নিয়ে গিয়ে রাখা হয়েছে। করোনার কারণে বহিরাগতদের ব্যাপারে অতি সতর্ক রয়েছে স্বাস্থ্য দফতর। তারমধ্যেই ডুবন্ত জাহাজ থেকে উদ্ধার হওয়া ১০ জন নাবিকই বিদেশী নাগরিক হওয়ার জন্য সতর্কতা হিসেবে বাড়তি নজর দিয়েছে সাগরদ্বীপের পুলিশ প্রশাসন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bangladesh, Sailors, Ship