South 24 Parganas News: ছেলের বায়না সামাল দিতে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরা হল না বাবার
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ বাইক নিয়ে ঢোসা চন্দনেশ্বরের বাড়ি থেকে বেরিয়ে ছিলেন সুশান্তবাবু। কিন্তু তাঁর বাইকের সঙ্গে একটি পিকাপ ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির।
দক্ষিণ ২৪ পরগনা: ছেলের বায়না সামাল দিতে বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু ছেলের বায়নাও মিটল না, আর বাড়িও ফেরা হল না বাবার। মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন বছর ৩৫ এর সুশান্ত সর্দার।
বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ বাইক নিয়ে ঢোসা চন্দনেশ্বরের বাড়ি থেকে বেরিয়ে ছিলেন সুশান্তবাবু। কিন্তু তাঁর বাইকের সঙ্গে একটি পিকাপ ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের ঢোসা শ্যামনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
advertisement
এই দুর্ঘটনার পরই এলাকায় প্রবল উত্তেজনা ছড়ায়। স্থানীয়রা গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করেন।খবর পেয়ে ছুটে আসে জয়নগর থানার পুলিশ। অবরোধকারীদের বুঝিয়ে দেহ উদ্ধার করে জয়নগরের পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।সেখানে চিকিৎসকরা সুশান্তকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
advertisement
সুমন সাহা
Location :
Kolkata,West Bengal
First Published :
March 16, 2023 4:36 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ছেলের বায়না সামাল দিতে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরা হল না বাবার