South 24 Parganas News: বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়ে নদীতে তলিয়ে গেল যুবক
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
নদীতে মাছ ধরতে গিয়ে নামখানায় তলিয়ে গেল এক যুবক। পরে তাঁর মৃতদেহ উদ্ধার হয়
দক্ষিণ ২৪ পরগনা: মাছ ধরতে গিয়ে নদীতে তলিয়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে নামখানার কালিস্থান এলাকায়। মৃত যুবকের নাম অজয় মাইতি (২৬)।
স্থানীয় সূত্রে খবর, ফ্রেজারগঞ্জের বিজয়বাটি এবং দেবনিবাস এলাকার চার যুবক একটি সোলের ভেলা নিয়ে কালিস্থান লাগোয়া নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। সেই সময় নদীতে ভাটা ছিল। কিন্তু বেলা গড়াতেই নদীতে জোয়ার শুরু হয়। উত্তাল হয়ে ওঠে নদী। জোয়ারের প্রবল স্রোতে নদীতে তলিয়ে যেতে থাকে ওই চার যুবক। তিন যুবক কোনক্রমে পাড়ে উঠে এলেও অজয় মাইতি উত্তাল ঢেউয়ের দাপটে নদীতে তলিয়ে যান। এদিকে পাড়ে ফিরে আসা তিনজনের মধ্যে এক যুবককে গুরুতর অসুস্থ অবস্থায় দ্বারিকনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। অজয়ের তলিয়ে যাওয়ার খবর দেওয়া হয় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায়।
advertisement
advertisement
খবর পেয়েই পুলিশ ওই যুবকের সন্ধানে তল্লাশি শুরু করে। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি নদীতে ওই যুবকের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। এফআইবি বোর্ড নিয়েও তল্লাশি অভিযান চালানো হয়। কিন্তু শত চেষ্টা সত্ত্বেও ওই যুবককে প্রথমে খুঁজে পাওয়া যায়নি। এরপর নদীতে ভাটা শুরু হলে গ্রামবাসীরা আবার খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘক্ষণ সন্ধানের পর অবশেষে কালিস্থান চড়ার পাশ থেকে অজয় মাইতির দেহ উদ্ধার করে গ্রামবাসীরা। এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে মৃত যুবকের পরিবার।
advertisement
জানা গিয়েছে মৃত অজয়ের বাবা অনেক বছর আগে মারা গিয়েছেন। বাড়িতে বৃদ্ধা মা এবং অজয় থাকতেন। পরিবারের একমাত্র রোজগেরে বলতে তিনিই ছিলেন। ছেলেকে হারিয়ে হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়েছেন বৃদ্ধা মা।
নবাব মল্লিক
Location :
Kolkata,West Bengal
First Published :
August 30, 2023 6:51 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়ে নদীতে তলিয়ে গেল যুবক