South 24 Parganas News : পড়ুয়াদের চোখের সামনেই স্কুল তলিয়ে গেল নদীতে! ঘোড়ামারার বর্তমান পরিস্থিতি জানলে অবাক হবেন

Last Updated:

চোখের সামনে ক্রমশ ছোট হচ্ছে একটি দ্বীপ, নাম তার ঘোড়ামারা। প্রতিবছর ভাঙনের কবলে দ্বীপের আয়তন কমছে। তবুও প্রতিবছর প্রকৃতির কাছে অসহায়ভাবে আত্মসর্মপন না করে, লড়াই চালিয়ে যাচ্ছে দ্বীপবাসী।

+
পড়ুয়াদের

পড়ুয়াদের চোখের সামনেই স্কুল তলিয়ে গেল নদীতে! ঘোড়ামারার বর্তমান পরিস্থিতি জানলে অবাক হবেন

কাকদ্বীপ: চোখের সামনে ক্রমশ ছোট হচ্ছে একটি দ্বীপ, নাম তার ঘোড়ামারা। প্রতিবছর ভাঙনের কবলে দ্বীপের আয়তন কমছে। তবুও প্রতিবছর প্রকৃতির কাছে অসহায়ভাবে আত্মসর্মপণ না করে, লড়াই চালিয়ে যাচ্ছে দ্বীপবাসী।
এই তো বছর দু'য়েক আগেও ঘোড়ামারার খাসিমারায় একটি প্রাথমিক বিদ্যালয় অবস্থান করত। একদিন হঠাৎ করে সেই স্কুলটিও গিলে খায় রাক্ষুসে নদী। দিনটা ছিল ২০২১ সালের ২০ অক্টোবর। চোখের সামনে স্কুল নদীতে চলে যেতে দেখে খুদে পড়ুয়ারা।
তারপর থেকে স্কুল নেই। খুদে পড়ুয়ারা স্কুলের সামনে থাকা খেলার জায়গায় রোজ খেলতে আসে। আর তাদের অভিভাবকরা রোজ স্কুলের ভাঙা, ইট কাঠ, পাথরের দিকে তাকিয়ে নতুন দিনের স্বপ্ন দেখতে দেখতে কাটিয়ে দেয় প্রায় ২ টি বছর। কিন্তু হাল ছাড়তে রাজি হয়নি কেউই।
advertisement
advertisement
এরমধ্যেই শুরু হয় নতুন স্কুল ভবনের জন্য বিকল্প জায়গা দেখার কাজ। কিছুটা পিছিয়ে এসে সরকারি খাস জায়গায় আবারও নতুন উদ্যমে শুরু হয়ে নতুন স্কুলভবন নির্মাণের কাজ। প্রায় ৪২ লক্ষ টাকা ব্যায়ে সরকারি উদ্যোগে এই নতুন ভবন নির্মাণ করা হচ্ছে।
advertisement
যার ফলে কিছুটা স্বস্তিতে সাধারণ মানুষজন। তাদের সন্তানরা আবার পড়াশোনার পরিবেশ ফিরে পাবে তা দেখে আনন্দিত তারা। তবুও বুকের মধ্যে রয়েছে আশঙ্কার মেঘ। এই নতুন স্কুলভবন কি অদূর ভবিষ্যতে আবারও নদীগর্ভে বিলীন হবে, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সকলের মধ্যে।
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : পড়ুয়াদের চোখের সামনেই স্কুল তলিয়ে গেল নদীতে! ঘোড়ামারার বর্তমান পরিস্থিতি জানলে অবাক হবেন
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement