South 24 Parganas News: আগের তিন সন্তানের জন্ম বাড়িতেই হয়, চতুর্থজনের ক্ষেত্রেও একই পথে হাঁটতে গিয়ে ঘটল ভয়ঙ্কর ঘটনা
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
সরকারের শত প্রচার সত্ত্বেও এখনও বেশ কিছু মানুষ হাসপাতালের বদলে বাড়িতে সন্তান প্রসব করাকেই সঠিক মনে করেন। আর তা করতে গিয়েই এবার মর্মান্তিক মৃত্যু হল ১ বধূর
দক্ষিণ ২৪ পরগনা: এর আগে তিনবার বাড়িতেই সন্তানের জন্ম দিয়েছেন সেই ঐতিহ্য বজায় রাখতে চতুর্থবারও বাড়িতে প্রসব করানোর সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা। আর তা করতে গিয়েই ঘটে গেল মর্মান্তিক ঘটনা প্রসবের সময় অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হল বধূর। দক্ষিণ ২৪ পরগনার কুলতলির ঘটনা। মৃত বধূর বয়স মাত্র ২৫ বছর। এই ঘটনায় সন্তান প্রসব নিয়ে সরকারের লাগাতার প্রচেষ্টা সত্ত্বেও আমজনতা আদৌ কতটুকু সচেতন হয়েছেন তা নিয়েই প্রশ্ন উঠে গেল।
কুলতুলির মেরিগঞ্জ-১ পঞ্চায়েতের পূর্ব খালপাড় এলাকায় বাড়ি জাহানারা ঘরামি। এর আগে বাড়িতেই তিনি তিনটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। কিন্তু শনিবার বাড়িতে চতুর্থ সন্তানের জন্ম দিতে গিয়ে না ফেরার দেশে চলে গেলেন ওই বধূ। স্থানীয় সূত্রে খবর, এদিন প্রসবের সময় জাহানারার তলপেটে প্রচন্ড যন্ত্রনা হতে শুরু করে, ব্যাপক রক্তক্ষরণও হয়। ঘটনা হল এবারেও কন্যা সন্তানেরই জন্ম দেন ওই মহিলা।
advertisement
advertisement
বিশেষজ্ঞদের মতে ওই মহিলা বাড়িতেই সন্তানের জন্ম দিতে গিয়ে অকালে প্রয়াত হলেন। অথচ সরকারি হাসপাতালে এখন সম্পূর্ন বিনামূল্যে ডেলিভারি করা হয়। গর্ভবতী মাকে হাসপাতালে নিয়ে আসার খরচও সরকার বহন করে। গর্ভবতী মহিলারা সুস্থ আছেন কিনা তা দেখার জন্য নিয়মিত আশাকর্মীরা তাঁদের বাড়ি যান। তারপরও এই ঘটনায় সরকারের প্রচেষ্টা আদৌ কতটুকু ফল দিচ্ছে তা নিয়েই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। জানা গিয়েছে, আগামী ৩ ফেব্রুয়ারি জাহানারা ঘরামির ডেলিভারি ডেট ছিল। কিন্তু শুক্রবার দুপুরে হঠাৎই ওই মহিলার প্রসব যন্ত্রণা ওঠে। সেই সময় পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে না নিয়ে গিয়ে বাড়িতেই অতীতের মত সন্তান প্রসব করানোর সিদ্ধান্ত নেন। আর তার পরিণতি হয় মর্মান্তিক।
advertisement
সুমন সাহা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 14, 2023 6:43 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: আগের তিন সন্তানের জন্ম বাড়িতেই হয়, চতুর্থজনের ক্ষেত্রেও একই পথে হাঁটতে গিয়ে ঘটল ভয়ঙ্কর ঘটনা