Pisciculture: মাছ চাষে দেশে এক নম্বর হতে চায় রাজ্য! চাষিদের নিয়ে বিরাট উদ্যোগ জেলায় জেলায়

Last Updated:

মাছ চাষে প্রথম হতে রাজ সরকারের বড় উদ্যোগ। শুরু হচ্ছে ৫০ হাজার মাছ চাষির প্রশিক্ষণ।

মাছ চাষের প্রশিক্ষণ
মাছ চাষের প্রশিক্ষণ
দক্ষিণ ২৪ পরগনা: মাছ চাষে সেরা হওয়ার লক্ষ্যে চলতি বছরেই ৫০ হাজার মাছ চাষিকে প্রশিক্ষণ দেবে রাজ্য। বর্তমানে গোটা দেশে মাছ উৎপাদনের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। মৎস্য চারা উৎপাদনে প্রথম। রাজ্যের মাছ উৎপাদনের বেশিরভাগটাই হয় দুই ২৪ পরগনা ও মেদিনীপুরে।
ফলে এই এলাকার মাছ চাষিরা উপকৃত হবেন। বর্তমানে মাছ উৎপাদনে প্রথম স্থানে পৌঁছনোই লক্ষ্য রাজ্যের। গত এক বছর ধরে বাংলার প্রত্যেক ব্লকে মাছ চাষের প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। উৎপাদন বৃদ্ধির জন্য রাজ্যের এই প্রয়াসের ফলে কর্মসংস্থান বাড়বে। জানা গিয়েছে, প্রশিক্ষণের পর নিজের পুকুরে মাছ চাষ চালু করলে মাসে অন্তত ১৫ থেকে ১৮ হাজার টাকা উপার্জন হবে।
advertisement
advertisement
ফলে এক বছরে তাঁদের আয় দু’লক্ষ ছাড়াবে। ফলে আয়ের নতুন দিশা দেখাবে এই প্রশিক্ষণ। গতবছরে ২০ হাজার জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। এবছর সেই লক্ষ্য বেড়ে হয়েছে ৫০ হাজার। এই উদ্যোগের ফলে বেকার যুবক যুবতীরা তাদের কাজের দিশা পাবেন বলে জানিয়েছেন,মৎস্য সম্প্রসারণ আধিকারিক সন্দীপ ভৌমিক। শুরু হয়ে গেল কাজের তোড়জোড়।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Pisciculture: মাছ চাষে দেশে এক নম্বর হতে চায় রাজ্য! চাষিদের নিয়ে বিরাট উদ্যোগ জেলায় জেলায়
Next Article
advertisement
সমাজের বাঁধন ছিড়ে নতুন পথে, সুন্দরবনে সাত পাকে দুই তরুণী ! রিয়া-রাখির প্রেমের নজির
সমাজের বাঁধন ছিড়ে নতুন পথে, সুন্দরবনে সাত পাকে দুই তরুণী ! রিয়া-রাখির প্রেমের নজির
  • সমাজের বাঁধন ছিড়ে নতুন পথে

  • সুন্দরবনে সাত পাকে দুই তরুণী !

  • রিয়া-রাখির প্রেমের নজির

VIEW MORE
advertisement
advertisement