WB Panchayat Elections Result 2023: বাম-বিজেপি এজেন্টদের মারধর, তৃণমূলের বিধায়ক লাভলির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

Last Updated:

WB Panchayat Elections Result 2023: গণনা কেন্দ্রের মধ্যে ঢুকে বিরোধী প্রার্থী ও তাঁর এজেন্টদের মারধর করার অভিযোগ উঠল সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলী মৈত্রের বিরুদ্ধে।

বাম-বিজেপি এজেন্টদের মারধর, তৃণমূলের বিধায়ক লাভলির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
বাম-বিজেপি এজেন্টদের মারধর, তৃণমূলের বিধায়ক লাভলির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
সোনারপুর: গণনা কেন্দ্রের মধ্যে ঢুকে বিরোধী প্রার্থী ও তাঁর এজেন্টদের মারধর করার অভিযোগ উঠল সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলী মৈত্রের বিরুদ্ধে ৷ শুধু তাই নয় তাঁদেরকে গণনা কেন্দ্র থেকে বের করে দিয়ে জোর করে পঞ্চায়েতের আসন দখলেরও অভিযোগ উঠল ৷
বিধায়ক হয়েও কেন গণনা কেন্দ্রের মধ্যে লাভলী মৈত্র ঢোকেন তা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা৷ মধ্যরাতে সোনারপুরের সবকটি পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের ৩টি আসনে জয়ী হয়েছে তৄণমূল কংগ্রেস৷ বিরোধীদের তোলা অভিযোগ অবশ্য অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস৷
advertisement
advertisement
আরও পড়ুনঃ বিতর্কিত পঞ্চায়েতেও সবুজ-ঝড়! বগটুই, আনিস-মৃত্য়ু ছাপ ফেলল না ভোটে
বিধায়ক জানান, তিনি নির্বাচনী এজেন্ট হিসেবে গণনা কেন্দ্রে প্রবেশ করেছিলেন ৷ তিনি বর্তমানে লাঙলবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের ভোটার বলেও জানান বিধায়ক ৷ লাভলী মৈত্রের কথায়, ‘আমি পঞ্চায়েত সমিতির এজেন্ট তাই ছিলাম ওখানে।  বিরোধীদের পায়ের তলার মাটি সরে গেছে তাই এই সব অভিযোগ করছে। আমরা গণতান্ত্রিক ভাবে জয়ী হয়েছি। মানুষকে ধন‍্যবাদ  আমাদের সঙ্গে থাকার জন‍্য।’ ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করেন বাম ও বিজেপি কর্মীরা ৷ 
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
WB Panchayat Elections Result 2023: বাম-বিজেপি এজেন্টদের মারধর, তৃণমূলের বিধায়ক লাভলির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement