WB Panchayat Election 2023: দাদার হাতে কাস্তে হাতুড়ি! ভাইয়ের হাতে জোড়াফুল! শেষ মুহূর্তের প্রচারে যা ঘটল

Last Updated:

WB Panchayat Election 2023: ভোটের লড়াইয়ে বিরাট কাণ্ড! জানুন

+
title=

জয়নগর : দাদার হাতে কাস্তে হাতুড়ি ভায়ের হাতে জোড়াফুল শেষ মুহূর্তে প্রচারের লড়াইয়ে সিপিএম তৃণমূল।সামনের শনিবার রাজ্যে এক দফায় পঞ্চায়েত ভোট হতে চলেছে। চলছে সব রাজনৈতিক দলের শেষ বেলার প্রচার কর্মসূচি।জয়নগর ১ নং ব্লকের দক্ষিণ বারাসত গ্রাম পঞ্চায়েতের এলাকার ১৬ নম্বর বুথে লড়াই দুই ভাইয়ের মধ্যে। একদিকে বাম প্রার্থী অশোক নস্কর অন্যদিকে তৃণমূল প্রার্থী অরুণ নস্কর। গ্রাম সভার আসনে দুই ভাই একে অপরের বিরুদ্ধে প্রার্থী হয়েছে দুই দলের। এই আসনে তৃণমূলের প্রার্থী হয়েছে দক্ষিণ বারাসত গ্রাম পঞ্চায়েতের বিদায়ী উপপ্রধান অরুণ নস্কর। তো অন্যদিকে এলাকার আরেক পরিচিতি মুখ অশোক নস্কর। দুই ভাই এলাকায় জোর কদমে প্রচার চালিয়ে যাচ্ছে কেউ কারুর এক ইঞ্চি মাটি ছাড়তে চাইছে না। আর তাদের লড়াই তারিয়ে তারিয়ে উপভোগ করছেন গ্রামের মানুষজন।দুপক্ষেরই শেষ বেলার প্রচার চলছে।
আর এ ব্যাপারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিদায়ী উপপ্রধান অরুণ নস্কর বলেন,মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নের শরিক হয়ে গত ৫ বছরে দক্ষিণ বারাসত পঞ্চায়েতের উপপ্রধান থেকে নিজের বুথ সহ সারা গ্রামের উন্নয়নের বহু কাজ করে গেছি।বিধায়ক বিশ্বনাথ দাসের সহায়তায় এই এলাকায় উন্নয়নের জোয়ার বয়ে গেছে। তাই আমি আমার জয়ের ব্যাপারে পুরোপুরি নিশ্চিত। আমার বিরুদ্ধে দাঁড়িয়ে কে কি বললো আমার তাতে মাথা ব্যথা নেই। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে এলাকার মানুষ আবার আমাকে বিজয়ী করবে এলাকার উন্নয়নের তাগিদে এই আশা রাখি।
advertisement
আরও পড়ুন:
advertisement
অপর দিকে সিপিআই এম প্রার্থী বলেন, সারাবছর মানুষের পাশে থেকে আমি কাজ করি কোন  দল না ভেবে। এলাকার মানুষের পাশে থেকে কাজ করি আমি বহু বছর ধরে। রাজনীতি করছি ছাত্রজীবন থেকে।আর শাসক দল যদি ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে দেয় তাহলে এই এলাকার মানুষ বুঝিয়ে দেবে তাঁরা আমাকেই চায়।তৃণমূল কংগ্রেস ভয় দেখিয়ে সাধারণ মানুষের অধিকার আটকাতে পারবে না। মানুষ আমার পাশে আছে। আর দুই ভাই তাই তাদের নিজেদের শাসনকালের উন্নয়নকে সামনে রেখে জোরদার লড়াই চালিয়ে যাচ্ছে। এখন এখানে শেষ হাসি কে হাসে সেটাই দেখার।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
WB Panchayat Election 2023: দাদার হাতে কাস্তে হাতুড়ি! ভাইয়ের হাতে জোড়াফুল! শেষ মুহূর্তের প্রচারে যা ঘটল
Next Article
advertisement
Nipah Virus Scare: নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
  • নিপা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য নিজেদের প্রস্তুত রাখছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল। ইতিমধ্যেই নিপা ভাইরাসের উপসর্গ রয়েছে এমন একজন রোগী ভর্তি হয়েছেন এই হাসপাতালে। এরপর আরও রোগী এলে তাঁদের চিকিৎসার জন্য পরিকাঠামো তৈরি রাখা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর মিলেছে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement