South 24 Parganas News: রেলগেটের অবস্থা শোচনীয়! টানা বৃষ্টিতে জমা জলে নাজেহাল বারুইপুরবাসী

Last Updated:

বারুইপুর রেলগেটের সামনে রাস্তায় জমা জল। চরম সমস্যায় স্থানীয়রা।

+
জলমগ্ন

জলমগ্ন এলাকা

দক্ষিণ ২৪ পরগনা: টানা বৃষ্টিতে জলমগ্ন!বারুইপুর রেলগেটের অবস্থা শোচনীয়। নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে স্বাভাবিকভাবেই বেড়েছে উদ্বেগ। আলিপুর আবহাওয়া দফতর সুত্রে খবর দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হবে। একদিকে নিম্নচাপ আর অন্যদিকে বর্ষা নামতেই রাস্তায় জমা জলে দুর্ভোগ বারুইপুরে।
রাস্তা সংস্কার নিয়ে একে অপরকে দুষছে পৌরসভা ও রেল দফতর। বারুইপুর রেলগেটের সামনে রাস্তায় জমা জলে দীর্ঘদিন ধরে সমস্যা পোহাতে হচ্ছে নিত্য যাত্রীদের। এই রাস্তা ধরেই বারুইপুর স্টেশনে যেতে হয় কয়েক হাজার মানুষকে। এক পশলা বৃষ্টি হলেই জল জমে দুর্ভোগ হয় বলে অভিযোগ। কাছেই স্কুল। পড়ুয়াদের জমা জল পেরিয়েই যেতে হচ্ছে। হুঁশ নেই প্রশাসনের। এই রাস্তা রেলের, তাঁদের সংস্কার করার কথা।
advertisement
advertisement
পাল্টা রেলের দাবি রাস্তা পুরসভার অধীনে থাকায় তাঁদের সংস্কার করার কথা। বারুইপুর রেলস্টেশন পৌঁছানোর এই গুরুত্বপূর্ণ রাস্তায় অল্প বৃষ্টিতে এভাবে জল জমায় ক্ষুব্ধ পথচারী থেকে অটো ও টোটো চালকরা। তারা জানান ভারী বৃষ্টি হলেই একদিকে এই স্টেশন সংলগ্ন এলাকায় প্রচুর মানুষের সমাগম আর তার উপরে এই জল জমাতে নাজেহাল অবস্থা। স্থানীয়দের দাবি দ্রুত এই সমস্যার সমাধান হোক।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: রেলগেটের অবস্থা শোচনীয়! টানা বৃষ্টিতে জমা জলে নাজেহাল বারুইপুরবাসী
Next Article
advertisement
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
  • অমিত শাহ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ দিয়েছেন, অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে.

  • জম্মু-কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর মহম্মদ, পেশায় চিকিৎসক, বিস্ফোরক গাড়িটি চালাচ্ছিলেন.

  • দিল্লি, গুরগাঁও, নোয়ডা এবং গাজিয়াবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে, চলছে কড়া তল্লাশি.

VIEW MORE
advertisement
advertisement