South 24 Parganas News: ঘটা করে উদ্বোধন হওয়ার এক সপ্তাহের মধ্যেই বিকল ওয়াটার এটিএম! ক্ষুব্ধ এলাকাবাসী

Last Updated:

গরম পড়তেই বিকল ওয়াটার এটিএম! ক'দিন উদ্বোধন হয়েছিল ঘটা করে। গোসাবা বাজারে এমন কাণ্ডে ক্ষুব্ধ এলাকার মানুষ।

ওয়াটার এ টি এম 
ওয়াটার এ টি এম 
দক্ষিণ ২৪ পরগনা: কয়েকদিন আগে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যে দিয়ে গোসাবাতে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের উদ্যোগে, ওয়াটার এটিএম এর উদ্বোধন হয়েছিল ঘটা করে। কিন্তু চালু হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই বিকল হয়ে যায় সেই মেশিন। গোসাবা বাজারে এমন কাণ্ডে ক্ষুব্ধ সাধারণ মানুষ। এমনিতেই এই দ্বীপ জুড়ে পানীয় জলের সমস্যা রয়েছে। সেই জল কষ্ট দূর করতেই এই জলসত্র চালু করা হয়েছিল।
সাধারণ মানুষের অভিযোগ, পাশের একটি খাল থেকে জল তুলে পরিশ্রুত করে এই ওয়াটার এটিএমের মাধ্যমে পরিষেবা দেওয়া শুরু হয়েছিল। কিন্তু শুরু থেকেই সেই জলে এত দুর্গন্ধ এবং নোংরা পড়ছিল যে, তা পান করার অযোগ্য হয়ে উঠেছিল। তারপর সেই মেশিন থেকে জল পড়াই বন্ধ হয়ে গিয়েছে। মাস দেড়েক আগে গোসাবার মূল ভূখণ্ডে ভ্যান স্ট্যান্ডের ঠিক পাশেই এই ওয়াটার এটিএমের উদ্বোধন করা হয়েছিল।
advertisement
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
এখনও সেই মেশিনের গ্রিলে উদ্বোধনের ফিতে ঝুলছে। কিন্তু গরম পড়তে না পড়তেই বিকল হয়ে পড়েছে সেই মেশিন। স্থানীয় দোকানদাররা বলছেন, এখানে এক টাকা এবং দু’টাকা দিলে যথাক্রমে ৫০০ মিলিলিটার এবং ১ লিটার করে জল পাওয়া যেত। কিন্তু এখন সেটা আরও বেশি দামে কিনে খেতে হচ্ছে। কারণ মেশিন খারাপ। ওয়াটার এটিএম বসানোর সরকারি উদ্যোগকে স্বাগত জানালেও, কেন সেটা এত তাড়াতাড়ি বিকল হয়ে পড়ল, তা নিয়ে প্রশ্ন এলাকাবাসীর। রক্ষণাবেক্ষণের অভাবেই কি এই পরিণতি
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ঘটা করে উদ্বোধন হওয়ার এক সপ্তাহের মধ্যেই বিকল ওয়াটার এটিএম! ক্ষুব্ধ এলাকাবাসী
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement