South 24 Parganas News: ডায়মন্ডহারবারে শুরু করা হয়েছে বর্জ্য পদার্থ পৃথকীকরণ ব্যবস্থার কাজ
- Reported by:NAWAB AYATULLA MALLICK
- hyperlocal
- Published by:Nagantara
Last Updated:
ডায়মন্ডহারবারে শুরু হল বর্জ্য পৃথকীকরণ ব্যবস্থা। মূলত পচনশীল, অপচনশীল ও কঠিণ বর্জ্যকে আলাদা করতে এই কাজ শুরু হয়েছে। এ বিষয়ে কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার কাজও শুরু হয়েছে।
ডায়মন্ডহারবার: ডায়মন্ডহারবারে শুরু হোলো বর্জ্য পৃথকীকরণ ব্যবস্থা। ইতিমধ্যে পৌরসভার সবকটি ওয়ার্ডের বাসিন্দাদের এ নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মূলত পচনশীল, অপচনশীল ও কঠিণ বর্জ্যকে আলাদা করতে এই কাজ শুরু হয়েছে। মূলত সাধারণ মানুষজন গৃহস্থালির সমস্ত বর্জ্য একসঙ্গে ফেলতেন। এরফলে সমস্যার সৃষ্টি হত।
বর্তমানে সেই ব্যবস্থা সরিয়ে স্থানীয়দের বর্জ্যের ধরণ ও প্রকারভেদ সম্পর্কে সচেতন করা হচ্ছে। সঙ্গে দেওয়া হচ্ছে আলাদা রঙের বালতি। সবুজ বালতিতে পচনশীল বর্জ্য ফেলতে হবে স্থানীয়দের। যা পৌরসভার পক্ষ থেকে সংগ্রহ করে নিয়ে যাওয়া হবে। এরপর সেগুলি থেকে জৈবসার তৈরি করা হবে। এরমধ্যে ফল ও আনাজের খোসা সহ আরও অন্যান্য বস্তু রয়েছে।
advertisement
আরও পড়ুন ঃ বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় সাহায্যের হাত বাড়াল রাজভবন! বাসন্তীতে দাঁড়িয়ে এককালীন ৫০ হাজার টাকা, শ্রাদ্ধের খরচ দেওয়ার ঘোষণা বোসের
অপরদিকে অসচনশলীল বস্তুগুলিকে নীল বালতিতে ফেলতে বলা হয়েছে। যা পুন:ব্যবহারযোগ্য করে তোলা হবে। এরমধ্যে কাঁচের বোতল, প্লাস্টিক সহ আরও অন্যান্য জিনিসপত্র রয়েছে। অপরদিকে বিপজ্জনক বর্জ্য পদার্থগুলিকে কালো বস্তায় সংগ্রহ করা হবে।
advertisement
advertisement
এ নিয়ে ডায়মন্ডহারবার পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস জানান, বেশ কয়েকমাস আগে থেকে ব্যাপক আকারে এই কাজ শুরু হয়েছে। এই পদ্ধতিতে বর্জ্য পদার্থগুলিকে বাড়ি থেকেই পৃথকীকরণ করা যাচ্ছে। যা খুবই ফলপ্রসূ হয়েছে।
নবাব মল্লিক
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 06, 2023 7:51 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ডায়মন্ডহারবারে শুরু করা হয়েছে বর্জ্য পদার্থ পৃথকীকরণ ব্যবস্থার কাজ









