হোম /খবর /দক্ষিণ ২৪ পরগনা /
আইসিডিএস সেন্টারে খিচুড়িতে পোকা, খাবার বিতরণের সময়ে ধরা পড়ে

South 24 Parganas News: আইসিডিএস সেন্টারে খিচুড়িতে পোকা, খাবার বিতরণের সময়ে ধরা পড়ে

X
South [object Object]

মৌসুনীর আইসিডিএস সেন্টারে খিচুড়িতে মিলল পোকা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন না বলে, দায় এড়ানোর চেষ্টা করেছেন ওই আইসিডিএস সেন্টারের শিক্ষিকা।

  • Share this:

নামখানা: মৌসুনীর আইসিডিএস সেন্টারে খিচুড়িতে মিলল পোকা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন না বলে, দায় এড়ানোর চেষ্টা করেছেন ওই আইসিডিএস সেন্টারের শিক্ষিকা।মঙ্গলবার আইসিডিএস সেন্টারে পাঠদানের পর, খাবার বিতরণ করতে গেলে এই ঘটনা ঘটে। খাবার বিতরণ করতে গেলে দেখা যায়, খিচুড়িতে পোকা রয়েছে। অনেকেই সেই খাবার বাড়িতে নিয়ে যায়।

বাড়িতে গিয়ে খিচুড়ি খাওয়ার সময় পোকা দেখতে পান এক অনেকেই। এরপর অভিভাবকদের পক্ষ থেকে সেন্টারের শিক্ষিকা গীতা বারুইয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু তিনি সেন্টারেই আসেন নি আজ। সেজন‍্য রাধুনি সুজাতা মণ্ডলের ওপর দায়িত্ব ছিল। তিনি খিচুড়ি রান্নার পর বিতরণ করে দেন।

এর আগেও এই সেন্টারের দেওয়া খাবারে পোকা পাওয়া গিয়েছে বলে অভিযোগ উঠেছিল। বিষয়টি নিয়ে হইচই পড়ে যাওয়ার পর শিক্ষিকা গীতা বারুই সেন্টারে আসেন।

আরও পড়ুন: Cyclone Update|Rain Alert: দিল্লি-সহ ১৮টি রাজ্যে ঝেঁপে বৃষ্টিপাত! সাইক্লোন নিয়ে সতর্কতাও, আগামী ৫দিনের ঝড়জলের মেগা আপডেট

আরও পড়ুন: Murshidabad News: শিলাবৃষ্টিতে হাজার হাজার বিঘের ধান নষ্ট! মাথায় আকাশ ভেঙে পড়ল কৃষকদের

তিনি বুধবার অভিভাবক ও রাঁধুনিকে নিয়ে বিষয়টি সমাধান করবে বলে জানান। এই সেন্টার থেকে পড়ুয়া ও প্রসূতি মা মিলে ৪৫ জন প্রতিদিন খাবার পায়। আগামীকাল এই বিষয়ে সুষ্ঠ আলোচনা হবে বলে জানিয়েছেন সেন্টারের শিক্ষিকা গীতা বাউরি।

নবাব মল্লিক

Published by:Arjun Neogi
First published:

Tags: Local news, South 24 Parganas news, Trending News