Viral Sports|| আজব খেলায় মেতে 'এই' গ্রাম! যে যত বেশি খাবে, তিনিই পাবেন পুরষ্কার! খাচ্ছেন কী?
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Viral Unique Game: কথায় আছে বাঙালি মানেই খাদ্যরসিক পেটুক। দক্ষিণ বারাসাতে উত্তর খাটসারা শীতলা সংঘের পরিচালনায় সরস্বতী পুজো উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সামনে রেখে আজব প্রতিযোগিতা 'এসো ভাই কে কত বেশি খায়'।
বারাসাত: কথায় আছে বাঙালি মানেই খাদ্য রসিক, পেটুক। অন্য বছরের মতো এ বছরও দক্ষিণ বারাসাতে উত্তর খাটসারা শীতলা সংঘের পরিচালনায় সরস্বতী পুজো উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানকে সামনে রেখে একটি আজব প্রতিযোগিতা 'এসো ভাই কে কত বেশি খায়?' এই ধরনের একটি খেলার আয়োজন করে তারা। এমনভাবেই এ বারও ভোজন রসিক বাঙালির প্রিয় খাদ্য তালিকা নিয়ে তারা হাজির হয়েছে 'এসো ভাই কে কত খায়?'
সরস্বতী পুজো উপলক্ষে এই মেলা চলবে টানা দু-সপ্তাহ ধরে। এই মেলাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে মেলা উদ্যোক্তাদের পক্ষ থেকে।
আরও পড়ুনঃ চপ, তাও আবার সুগার ফ্রি! সাগরের আজব আবিষ্কারে তোলপাড় বাংলা, কীভাবে তৈরি হয় জানেন!
খাই খাই প্রতিযোগিতা মানেই যে কোনও খাদ্য প্রেমের কাছে যেন স্বর্গের সমান। তবে দক্ষিণ বারাসাত শীতলা সংঘের পরিচালনায় 'তুই খাই খাই' প্রতিযোগিতা একটু আলাদা। শুধু জিভে জলানো নয় এই 'খাই খাই প্রতিযোগিতা'য় শুধুমাত্র মহিলাদের জন্যই আয়োজন করা হয়েছে। থাকছে কে কত বেশি ফুচকা খেতে পারবে তার উপরেই বিবেচনা করে। যে যত বেশি ফুচকা খেতে পারবে। সেই প্রথম স্থান অধিকারীকে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার। তা ছাড়া দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীকে আয়োজকদের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। তবে এই খেলায় প্রচুর মানুষ ভিড় জমিয়েছে।
advertisement
advertisement
এ বিষয়ে ক্লাবের পক্ষ থেকে তাদের সম্পাদক জানিয়েছেন এই মেলাতে বিভিন্ন ধরনের প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়। তার মধ্যে অন্যতম এই 'খাই খাই প্রতিযোগিতা'। দু-সপ্তাহ ধরে চলবে আমাদের এই অনুষ্ঠান। এখানে কবিতা আবৃত্তি নিত্য সঙ্গীত বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মেতে উঠবে।
সুমন সাহা
Location :
Kolkata,West Bengal
First Published :
January 30, 2023 8:36 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Viral Sports|| আজব খেলায় মেতে 'এই' গ্রাম! যে যত বেশি খাবে, তিনিই পাবেন পুরষ্কার! খাচ্ছেন কী?