South 24 Parganas News: ফ্রেজারগঞ্জে উদ্ধার ৭০ ক্যারেট প্রক্রিয়াজাত শার্কের বাচ্চা, গ্রেফতার ২
- Published by:Nagantara
- hyperlocal
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
দক্ষিণ ২৪ পরগণার বালিয়াড়া এলাকায় শুটকি মাছের ব্যবসা করা হয়। সেখানে শার্কের বাচ্চা শুকনো করার কাজ চলছিল।
নামখানা: ফ্রেজারগঞ্জে উদ্ধার প্রক্রিয়াজাত শার্কের বাচ্চা। দক্ষিণ ২৪ পরগণার ফ্রেজারগঞ্জের বালিয়াড়া থেকে এই প্রক্রিয়াজাত শার্কের বাচ্চা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে ২ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ২ ব্যক্তির নাম আকাশ দাস ও রঞ্জিত বাগ। ধৃত ২ ব্যক্তিকে বৃহস্পতিবার কাকদ্বীপ এসিজেএম আদালতে পেশ করা হবে। এরপর তাদেরকে নিজেদের হেফাজতে চাইবে বন দফতর। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা জানার চেষ্টা করবে পুলিশ।
সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগণার বালিয়াড়া এলাকায় শুটকি মাছের ব্যবসা করা হয়। মূলত সমুদ্র ও নদী থেকে ধরা পড়া মাছগুলিকে স্থানীয়ভাবে প্রক্রিয়াজাত মাছে পরিণত করা হয়। এরপর সেগুলিকে বাইরে পাঠানো হয়। সেখানে শার্কের বাচ্চা শুকনো করার কাজ চলছিল।
আরও পড়ুনঃ যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেল ২টি গ্রামের, সমস্যায় হাজার দুয়েক পরিবার
গোপন সূত্রে খবর পেয়ে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। এরপরই সেখান থেকে প্রায় ৭০ ক্যারেট এমন শুকনো শার্কের বাচ্চা উদ্ধার করা হয়েছে। গভীর রাতে এই অভিযান চালিয়েছিলে বনদ ফতর।
advertisement
advertisement
সূত্রের খবর ধৃতরা দীর্ঘদিন ধরে এই ব্যবসায়ের সঙ্গে জড়িত ছিল। এই বাচ্চা শার্কগুলিকে ফাঁস জাল দিয়ে ধরা হত। এরপর সেগুলিকে সেখানে আনা হত। এই ঘটনার সঙ্গে একটি চক্র জড়িত আছে বলে মনে করা হচ্ছে।
নবাব মল্লিক
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
August 17, 2023 1:58 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ফ্রেজারগঞ্জে উদ্ধার ৭০ ক্যারেট প্রক্রিয়াজাত শার্কের বাচ্চা, গ্রেফতার ২