Miscreants arrested with weapons: বারুইপুরে পঞ্চায়েত নির্বাচনের আগে অস্ত্র সহ দুই দুষ্কৃতী গ্রেফতার    

Last Updated:

গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ রাতে তল্লাশি চালিয়ে পদ্মপুকুর বাইপাস থেকে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল। বাইকে করে অস্ত্র নিয়ে এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিল দুই দুষ্কৃতী।

বারুইপুর: পঞ্চায়েত নির্বাচনের আগে অস্ত্র নিয়ে দাপাদাপি। এলাকায় এলাকায় গিয়ে মানুষকে ভয় দেখানো। এমন ঘটনার সাক্ষী অনেকেই ।দুষ্কৃতীদের হাত থেকে সাধারণ মানুষের নিরাপত্তা দিতে তৎপর প্রশাসন। গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ রাতে তল্লাশি চালিয়ে পদ্মপুকুর বাইপাস থেকে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল।
বাইকে করে অস্ত্র নিয়ে এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিল দুই দুষ্কৃতী। এদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি বন্দুক ও এক রাউন্ড কার্তুজ। অভিযুক্তদের নাম রাজু বোড়াল, নিশান বাহাদুর। বাড়ি সোনারপুর ও জীবনতলা থানা এলাকায়।
advertisement
advertisement
চলতি মাসে বারুইপুরের বিভিন্ন এলাকা থেকে বারুইপুর থানার পুলিশ ৬ টি আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং ৩৬ জন সমাজবিরোধীকে গ্রেফতার করেছে। পঞ্চায়েত নির্বাচনের আগে প্রতিটি এলাকায় রুটিন তল্লাশি চলবে বলে  জানিয়েছেন বারুইপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক।
আগামী কয়েকদিনের মধ্যে বারুইপুর পুলিশ জেলার প্রতিটি থানা এলাকায় আসবে কেন্দ্রীয় বাহিনী। অবাধ সুষ্ঠ নির্বাচনের জন্য এলাকায় এলাকায় পুলিশ রুটমার্চ শুরু হয়েছে। তার মধ্যে বাইপাস থেকে অস্ত্রসহ দুষ্কৃতী। ধৃত দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। ধৃত দুজনের সঙ্গে কোন রাজনৈতিক যোগ রয়েছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
অর্পন মন্ডল
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Miscreants arrested with weapons: বারুইপুরে পঞ্চায়েত নির্বাচনের আগে অস্ত্র সহ দুই দুষ্কৃতী গ্রেফতার    
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement