South 24 Parganas News: পাথরপ্রতিমায় বাঁশের খাঁচা করে অভিনব পদ্ধতিতে চলছে ম্যানগ্রোভ রোপণ

Last Updated:

ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবনের লাইফলাইন‌কে বাঁচাতে পাথরপ্রতিমায় বাঁশের খাঁচা বসিয়ে অভিনব পদ্ধতিতে করা হয় ম্যানগ্রোভ রোপণ।

+
নদীর

নদীর বুকে ফেলা হয়েছে বাঁশের খাঁচা

পাথরপ্রতিমা: ম্যানগ্রোভ বনভূমি হল সুন্দরবনের লাইফলাইন‌। এই বনভূমিকে বাঁচাতে সরকারি ও বেসরকারি বিভিন্ন উদ্যোগে সারাবছর ধরে চলে বিভিন্ন কর্মসূচি। তবে এবার পাথরপ্রতিমায় বাঁশের খাঁচা বসিয়ে অভিনব পদ্ধতিতে ম্যানগ্রোভ রোপণ নজর কেড়েছে সকলের।
সাধারণত ম্যানগ্রোভ রোপণ করা হয় নদীর চরে। ভাটার সময় জল নামলে ম্যানগ্রোভ গাছের চারা পুঁতে আসা হয়। পরে সেখানেই বড় হয় এই উদ্ভিদ। ফলে রক্ষা পায় নদীর দুর্বল বাঁধ। কিন্তু এই চারা রোপণ করতে গিয়ে দেখা গিয়েছে, অনেক সময় খরস্রোতা নদীর স্রোতে এই ম্যানগ্রোভ গাছ ভেসে চলে যায়। আবার মাঝে মধ্যেই পলি না পড়ার ফলে এই গাছ অচিরেই বিনষ্ট হয়।
advertisement
advertisement
এর থেকে বাঁচতে অভিনব উপায় বের করা হয়েছে। বাঁশের খাঁচা করে সেগুলিকে নদীর প্রান্তে ফেলে দেওয়া হচ্ছে। এরপর সেখানে জমছে পলি। এরপর সময় বুঝে ম্যানগ্রোভ গাছ রোপণ করা হচ্ছে‌। এই প্রক্রিয়ায় খরচ হচ্ছে একটু বেশি। কিন্তু গাছগুলি দীর্ঘদিন সেখানে থাকছে। স্রোতের হারকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে। এই প্রক্রিয়ার সাফল‌্য দেখার জন্য প্রাথমিকভাবে পাথরপ্রতিমার অচিন্ত্যনগরকে বেছে নেওয়া হয়েছে। পরে সুন্দরবনের অন্যান্য অংশে করা হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: পাথরপ্রতিমায় বাঁশের খাঁচা করে অভিনব পদ্ধতিতে চলছে ম্যানগ্রোভ রোপণ
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement