West Bengal news: দেড়শো বছর আগে মানুষের দাবিতে তৈরি হয় এই পৌরসভা, সার্ধ্ব শতবর্ষে উদযাপনে নানা কর্মসূচি
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
West Bengal news: দেড়শো বছরে পা দিল রাজপুর-সোনারপুর পুরসভা৷ প্রথমে বেহালায় তৈরি হয়েছিল সাউথ সুবার্বান মিউনিসিপালিটি৷ যার বিস্তার ছিল জয়নগর পর্যন্ত৷ ১৮৭০ সালে উন্নত পরিষেবার দাবিতে তৈরি হয় জয়নগর পৌরসভা৷
দক্ষিণ ২৪ পরগনা: দেড়শো বছরে পা দিল রাজপুর-সোনারপুর পুরসভা৷ প্রথমে বেহালায় তৈরি হয়েছিল সাউথ সুবার্বান মিউনিসিপালিটি৷ যার বিস্তার ছিল জয়নগর পর্যন্ত৷ ১৮৭০ সালে উন্নত পরিষেবার দাবিতে তৈরি হয় জয়নগর পৌরসভা৷ উন্নত পরিষেবার দাবিতে রাজপুরের মানুষ আন্দোলন করেন৷ তাদের দাবি নিয়ে আদালতেও যান৷ জয়ী হন তাঁরা৷ তখনও বাংলায় সিপাহী বিদ্রোহের রেশ কাটেনি৷ এরইমধ্যে ১৮৭৬ সালে ১লা এপ্রিল মাত্র পাঁচটি ওয়ার্ড নিয়ে তৈরি হয়েছিল এই পৌরসভা৷
স্থানীয় জমিদার নবীন চন্দ্র ঘোষ পৌরসভা তৈরির জন্য জমি দান করেন৷ রাজপুর বাজার প্রসিদ্ধ ছিল৷ তারই নামে পৌরসভার নামকরণ হয়৷ তখন জেলা কালেক্টর পৌরসভা চালাতেন৷ ভাইস চেয়ারম্যান হতেন এলাকার কোনও বিদ্ধজন৷ ১৯১২ সালে প্রথম চেয়ারম্যান হন শ্যামাচরণ চক্রবর্তী৷ জনসংখ্যা বৃদ্ধির কারণে ৫টি থেকে বেড়ে ১৪টি ওয়ার্ড হয়৷ ১৯৯৩ সালে সোনারপুর, বোড়াল, গড়িয়া অঞ্চলের অন্তর্ভুক্তি হয়৷ নাম বদল করে রাজপুর সোনারপুর পৌরসভা নামকরণ হয়৷ তখন ওয়ার্ড সংখ্যা বেড়ে হয় ২৯টি৷ ২০০৯ সালে ওয়ার্ড সংখ্যা আরও বেড়ে হয় ৩৫টি৷
advertisement
advertisement
পুরসভার চেয়ারম্যান জানিয়েছেন, এই উপলক্ষ্যে এক বছর ধরে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ একটি বর্ণাঢ্য পদযাত্রারও আয়োজন করা হয়৷ পুরসভার প্রধান কার্যালয় হরিনাভি থেকে রথতলা পর্যন্ত যায় এই পদযাত্রা৷ যেখানে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সাফল্য তুলে ধরা হয়৷ পৌরসভার কর্মীরা, সেল্ফ হেল্ফ গ্রুপের মহিলারা ও সমস্ত পৌরপিতা ও পৌরমাতাগণ এই পদযাত্রায় অংশগ্রহণ করেন ৷
advertisement
দেড়শো বছর উদযাপন করতে উন্নয়নের নানান কাজকর্মের পাশাপাশি নানান অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছেন পৌরপিতা পল্লব কুমার দাস৷ স্মৄতিচারণ করতে গিয়ে তিনি বলেন একসময় এখানে জঞ্জাল ফেলার জন্য মহিষের গাড়ি ব্যবহার করা হত৷ তারপর আসে ঘোড়ার গাড়ি৷ বিবর্তন হয়ে আজ অত্যাধুনিক নানান গাড়ি ও সরঞ্জাম ব্যবহার করা হয় বলে জানান তিনি ৷
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 03, 2025 4:31 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
West Bengal news: দেড়শো বছর আগে মানুষের দাবিতে তৈরি হয় এই পৌরসভা, সার্ধ্ব শতবর্ষে উদযাপনে নানা কর্মসূচি