Sundarbans Honey in G-20: জি-২০ সম্মেলনে বিশেষ ভূমিকায় সুন্দরবনের মধু! রাষ্ট্রপ্রধানদের জীবনে নয়া সংযোজন ‘বনফুল’
- Published by:Teesta Barman
- hyperlocal
- Reported by:SUMAN SAHA
Last Updated:
Sunderbans Honey in G-20: জি-২০ সম্মেলন আর এই সম্মেলনে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাষ্ট্রপ্রধানরা এসে হাজির হয়েছে ভারতে। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের হাতে উপহার হিসাবে তুলে দেওয়া হল সুন্দরবনের মধু।
সুন্দরবন: সম্প্রতি ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে জি-২০ সম্মেলন। আর এই সম্মেলনে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাষ্ট্রপ্রধানরা এসে হাজির হয়েছেন ভারতে। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের হাতে উপহার হিসাবে তুলে দেওয়া হচ্ছে ভারতীয় নিজস্ব সম্ভার। সেই উপহার তালিকায় রয়েছে দেশের বিভিন্ন প্রান্তের হস্তশিল্পের নিদর্শন ও দেশের সেরা কিছু প্রাকৃতিক পণ্য। কাশ্মীরের পশমিনা শাল, অন্ধ্রপ্রদেশের আরাকু ভ্যালির কফি, উত্তরপ্রদেশের জিগহরানা আতরের পাশাপাশি জায়গা করে নিয়েছে পশ্চিমবঙ্গের সুন্দরবনের মধুও।
রাষ্ট্রপ্রধানদের হাতে মধু তুলে দেওয়ায় উৎসাহিত হয়েছেন সুন্দরবনের মৌলেরা। জীবনের ঝুঁকি নিয়ে মধু সংগ্রহ করেন তাঁরা। গত কয়েক বছরে সেই মধু সংগ্রহ করে কয়েকটি যৌথ বন পরিচালন কমিটি মিলে কোঅপারেটিভের মাধ্যমে মধুকে পরিশোধিত করে ‘বনফুল’ নাম দিয়ে বাজারজাত করার পদক্ষেপ করেছে বন দফতর। সেই ‘বনফুল’ই উপহার পেলেন রাষ্ট্রপ্রধানেরা।
advertisement
বনফুল অ্যাগ্রো প্রোডাকশন কোম্পানির অন্যতম সদস্য দীপক মণ্ডল বলেন, “এটি আমাদের বাড়তি উৎসাহ জোগাবে। আমাদের এই মধুর চাহিদা আরও বাড়বে।” দক্ষিণ ২৪ পরগনা বনবিভাগের ডিএফও মিলনকান্তি মণ্ডল বলেন, “এটি সত্যিই সাফল্যের কাহিনি। সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম থেকে একটি কোঅপারেটিভের মাধ্যমে উৎপন্ন বনফুল বিভিন্ন দেশের কাছে পৌঁছে গিয়েছে রাষ্ট্রপ্রধানদের মাধ্যমে।”
advertisement
বেশ কয়েক দশক ধরে সুন্দরবনের মধু বিশ্বখ্যাতি অর্জন করেছে। বন দফতরের তত্ত্বাবধানে উৎকৃষ্ট পরিমাণের মধু তৈরি করা হচ্ছে। সুন্দরবনের গর্ব শুধু রয়েল বেঙ্গল টাইগার নয়। এখন সুন্দরবনের মধুর খ্যাতিও বিশ্ব জুড়ে ছড়িয়ে গেল।
advertisement
সুমন সাহা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 14, 2023 11:12 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Sundarbans Honey in G-20: জি-২০ সম্মেলনে বিশেষ ভূমিকায় সুন্দরবনের মধু! রাষ্ট্রপ্রধানদের জীবনে নয়া সংযোজন ‘বনফুল’