Summer Travel| Offbeat Destination|| গরমের ছুটিতে ডেস্টিনেশন হোক রায়দিঘীর প্রাচীন ইকো ট্যুরিজম পার্ক, যেতেই পারেন...

Last Updated:

Summer Vacation offbeat destination: পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে সংস্কার করা হচ্ছে রায়দিঘীর দিঘী। ইতিমধ্যে প্রায় ৫ কোটি টাকার কাজ শেষ হয়েছে। দিঘীকে ঘিরে গড়ে তোলা হচ্ছে ইকো ট‍্যুরিজম পার্ক।

+
title=

#রায়দিঘী: পর্যটকদের নতুন গন্তব্যস্থল হয়ে উঠতে চলেছে রায়দিঘীর দিঘী। রায়দিঘীর ঐতিহ্য রায়দিঘীর দিঘী। শতাব্দী প্রাচীন এই দিঘীর নামেই এলাকার নাম। এ বার সেই দিঘীকেই নতুন করে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে উদ্যোগ নিল সুন্দরবন উন্নয়ন পর্ষদ ও রাজ‍্যের পর্যটন বিভাগ। প্রায় ৭০ বিঘা জায়গা জুড়ে অবস্থিত এই দিঘীটি। সংস্কারের অভাবে একসময় পতিত হয়ে পড়ছিল রায়দিঘী । বর্তমানে সুন্দরবন উন্নয়ন পর্ষদ, দক্ষিণ ২৪ পরগণা জেলা পরিষদ, রাজ‍্যের পর্যটন বিভাগ সহ একাধিক দফতরের উদ‍্যোগে এই দিঘীর সংস্কারের কাজ শুরু হয়েছে।
জানা গিয়েছে, এখনও পর্যন্ত প্রায় ৫ কোটি টাকা ব‍্যয় করা হয়েছে দিঘীর উন্নয়নয়ের পিছনে। আমূল বদলে ফেলা হয়েছে দিঘীটিকে। বর্তমানে চারিদিকে সুসজ্জিত ফুলের গাছ লাগানো হয়েছে। পর্যটকদের থাকার জন‍্য তৈরি করা হচ্ছে কটেজ। চলছে সৌন্দর্যায়নের কাজ। পানীয় জলের সুলভ ব্যবস্থা করতে বসানো হয়েছে নলকূপ।
এ ছাড়াও সমগ্র দিঘীটিকে ঘিরে ফেলতে করা হয়েছে নেট ফেন্সিং। এ নিয়ে বিধায়ক ড: অলক জলদাতা জানিয়েছেন প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী দিঘীর চারিদিকে ফেন্সিং এবং বিউটিফিকেশানের কাজ শেষ হয়েছে। গড়ে তোলা হয়েছে ইকো ট‍্যুরিজম পার্ক। ভবিষ্যতে দিঘীর মধ‍্যে সুন্দরবনের ঐতিহ‍্যবাহী গাছ সুন্দরী, গরাণ, গেওয়া সহ একাধিক ম‍্যানগ্রোভ গাছে বসিয়ে ছোট ব‍্যোট‍্যানিক‍্যাল গার্ডেন তৈরীর পরিকল্পনা রয়েছে। যাতে পর্যটকরা এসে সুন্দরবনের গাছ সম্পর্কে সম‍্যক ধারণা পান। এ ছাড়াও দিঘীর মধ‍্যে বোটিং করার ব‍্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তিনি। সমস্ত কিছু ঠিক থাকলে আগামী ৩ বছরের মধ‍্যে এই দিঘীর আমূল পরিবর্তন ঘটবে। তবে পর্যটকরা এখন থেকেই আসতে শুরু করেছেন এই দিঘীতে। চাপ বাড়তে শুরু করেছে রায়দিঘী দিঘী সংলগ্ন হোটেলগুলিতে। আর যা নিয়ে নতুন করে আশায় বুক বাঁধছে রায়দিঘী।
advertisement
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Summer Travel| Offbeat Destination|| গরমের ছুটিতে ডেস্টিনেশন হোক রায়দিঘীর প্রাচীন ইকো ট্যুরিজম পার্ক, যেতেই পারেন...
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement