South24Parganas News: পুজোয় গোপনে এসব কী বিক্রি হচ্ছিল? ক্যানিংয়ে ভয়াবহ কাণ্ড

Last Updated:

South24Parganas News: গোপন সূত্রে খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে! বেআইনি মদ দেখে মাথা খারাপ হয়ে যায় তাদের। জানুন

উদ্ধার হওয়া বেআইনি মদ 
উদ্ধার হওয়া বেআইনি মদ 
#ক্যানিং: পুজো শেষ হতে না হতে বড়সড় সাফল্য ক্যানিং থানার পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ দুর্গা পুজোতে এই মদ উদ্ধার করে। ক্যানিং এলাকার অটোস্ট্যান্ডে এক ব্যক্তির একটি দোকান আছে সেই দোকানের অন্যান্য সামগ্রী আড়াল করে দীর্ঘদিন ধরে বেআইনিভাবে মদ চড়া দাম বিক্রি করছিল সেই খবর পুলিশের কাছে এসে পৌঁছায়। তারপর ক্যানিং থানার পুলিশ তৎপর হয়ে প্রচুর পরিমাণ বেআইনি দেশী ও বিদেশী মদ উদ্ধার করলো দক্ষিন ২৪ পরগনার ক্যানিং নতুন অটো স্ট্যান্ড এলাকা থেকে।
এই ঘটনায় প্রদীপ নস্কর নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ । পুলিশের চোখের আড়ালে এই ব্যক্তি বিক্রিকরছিল মদ। মোট ১৮২ বোতল বিভিন্ন কোম্পানির মদ উদ্ধার হয়েছে।তবে এ ব্যাপারে ক্যানিং এস. ডি. পি .ও দিবাকর দাস তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান গভীর রাতে আমাদের বিশ্বস্ত সুত্র মারফত একটি খবর আসে ক্যানিং অটো স্ট্যান্ডের কাছে বেআইনিভাবে মদ বিক্রয় হচ্ছে।
advertisement
তারপর আমরা তৎপর হয়ে ক্যানিং থানার পিসি পার্টি টিম ও আই সি নিজে আমরা একটি অপারেশন চালায় ১৮২ টি ফরেন লিকার অর্থাৎ মদ আমরা উদ্ধার করি।পাশাপাশি ক্যানিং মিঠাখালীর বাসিন্দা এক যুবককে আমরা গ্রেফতার করা হয়। ধৃতকে বৃহস্পতিবার আলিপুর আদালতে তোলা হবে। নিজের দোকানে অন্যান্য সামগ্রীর আড়ালে বেআইনি ভাবে এই অভিযুক্ত দেশী ও বিদেশী মদ বিক্রি করছিল বলে দাবি পুলিশের। পাশাপাশি এই ব্যক্তি কোথায় থেকে এগুলি এনে বিক্রয় করছে সে বিষয়ে তদন্ত করছে ক্যানিং থানার পুলিশ।
advertisement
advertisement
সুমন সাহা
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South24Parganas News: পুজোয় গোপনে এসব কী বিক্রি হচ্ছিল? ক্যানিংয়ে ভয়াবহ কাণ্ড
Next Article
advertisement
Kolkata Waterlogged: ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
  • ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায় !

  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১০ জনের

  • বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?

VIEW MORE
advertisement
advertisement