South24Parganas News: সাইকেলে রাজ্য ভ্রমণে ‌যোগার শিক্ষক! স্কুলে স্কুলে দিচ্ছেন ‌যোগের পাঠ

Last Updated:

South24Parganas News: সাইকেলে করে ঘুরছেন রাজ্যের সব স্কুলে স্কুলে! দিচ্ছেন সুস্থ থাকার পাঠ!

+
ছাত্রদের

ছাত্রদের সঙ্গে শিক্ষক

#জয়নগর : বাড়ির অব্যবহৃত জিনিসপত্র নষ্ট না করে দুৃঃস্থ মানুষদের দিয়ে দেওয়া, জলের অপচয় বন্ধ করা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা এবং যোগ ব্যায়ামের মাধ্যমে শরীর গঠন করার মতো একাধিক বার্তা নিয়ে পূর্ব মেদিনীপুরের ময়না থেকে সাইকেলে রাজ্য ভ্রমণে বেরিয়েছেন যোগা শিক্ষক শেখ রোসন মুন্সি। বুধবার জয়নগর এলাকায় পৌঁছালে খাকুরদহ জাঙ্গালিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় থেকে তাকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।
চলতি বছরের ১৪ ই সেপ্টেম্বর শুরু হয়েছে তার যাত্রা রাজ্যের পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বর্ধমান পুরুলিয়া বীরভূম সহ বিভিন্ন জেলার স্কুলে পৌঁছে ছাত্র-ছাত্রীদের সুস্থ থাকতে যোগ ব্যায়াম করার পরামর্শ দেওয়ার পাশাপাশি বাড়ির অফ ব্যবহৃত জিনিস অপচয় না করে দুস্থ মানুষকে দেওয়া সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা এবং জল অপচয় বন্ধ করার মত একাধিক বিষয়ে তিনি সচেতনও করছেন। এদিন দুপুরে ঠাকুরদাও জাঙ্গালিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে পৌঁছাতে নেই।
advertisement
ওই স্কুলের পড়ুয়াদের সঙ্গে কথা বলেন এবং তাদের যোগ ব্যায়ামও অনুশীলন করান তিনি। খাকুরদা ও জাঙ্গালিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় এর পক্ষ থেকে তাকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জ্বল দাস তিনি জানান রাজ্যের অনেকগুলো স্কুলের মধ্যে থেকে আমার স্কুল থেকে বেছে নেয়ার জন্য অনেক ধন্যবাদ। শিক্ষক শেখ রোপন মুন্সিকে। রাজ্যের বিভিন্ন জেলা ঘুরে দক্ষিণ ২৪ পরগনার খাকুরদহ স্কুল মাঠে এসে যোগ শিক্ষক শেখ রোসন মুন্সী বলেন এই ধরনের বার্তা দেওয়ার সঙ্গে সঙ্গেছাত্র-ছাত্রী ও শিক্ষক মহলে তারা এগুলি যদি মেনে চলে তাহলে আমাদের সমাজের কাছে একটা নতুন সমাজ গড়বে বলে আমি মনে করি।
advertisement
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South24Parganas News: সাইকেলে রাজ্য ভ্রমণে ‌যোগার শিক্ষক! স্কুলে স্কুলে দিচ্ছেন ‌যোগের পাঠ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement