South 24 Parganas News: স্নান করতে গিয়েই কিশোরের সঙ্গে ঘটে গেল ভয়াবহ ঘটনা! জানলে আতঙ্ক হবে
- Published by:Piya Banerjee
Last Updated:
South 24 Parganas News : সঙ্গে ছিলো বন্ধুরা। তারপরেও যা ঘটল তা ভাবার বাইরে! গরমই কী তবে এই সর্বনাশের কারণ...
নরেন্দ্রপুর: তীব্র দাবদাহের মধ্যে বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে জলে ডুবে মৄত্যু হল এক কিশোরের ৷ ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর খানা এলাকার খুড়িগাছিতে ৷ মৄতের নাম সুরজিত মন্ডল ৷ এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল সুরজিত ৷ বাড়িতে অসুস্থ মা শয্যাশায়ী ৷ বাবা রাজমিস্ত্রির কাজ করে ৷ তিনি সকালবেলাতেই কাজে চলে গিয়েছেন ৷
বাড়ির কাউকে না জানিয়েই খুড়িগাছি এলাকার আমবাগান এলাকায় একটি পুকুরে স্নান করতে নামে সুরজিত ৷ সে সাঁতার জানত না বলেই পরিবার সুত্রে জানা গিয়েছে ৷ বন্ধুদের সাথে স্নান করতে নেমে জলে তলিয়ে যায় সুরজিত ৷ খবর পেয়ে স্থানীয় বাসিন্দারাই তাকে উদ্ধার করে ৷ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৄত্যু হয় তার ৷
advertisement
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নরেন্দ্রপুর থানার পুলিশ ৷ দেহ উদ্ধার করে নিয়ে এসেছে পুলিশ ৷ এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কারোর বিরুদ্ধে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি ৷ অস্বাভাবিক মৄত্যুর মামলা রুজু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ ৷ দেহ আগামীকাল ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে ৷ পরিবারের একমাত্র সন্তান সুরজিত ৷ তার এই অকাল মৄত্যুতে এলাকায় শোকের ছায়া ৷
advertisement
অর্পন মন্ডল
Location :
Kolkata,West Bengal
First Published :
April 12, 2023 12:04 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: স্নান করতে গিয়েই কিশোরের সঙ্গে ঘটে গেল ভয়াবহ ঘটনা! জানলে আতঙ্ক হবে