ডায়মন্ড হারবার: পাচার হওয়ার সময় শতাধিক রেশনের আটার বস্তা বোঝাই কয়েকটি গাড়ি আটক করল পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে উস্থি থানার পদ্মপুকুর এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে কয়েকটি টোটো ও মোটরভ্যান বোঝাই করে সংগ্রামপুরের দিক থেকে গাড়ি গুলি শেরপুরের দিকে যাচ্ছিল।
সেই সময় পদ্মপুকুর মোড়ে স্থানীয় বাসিন্দারা মোটর ভ্যান বোঝাই আটার বস্তা দেখে গাড়ির চালকদেরকে জিজ্ঞাসাবাদ করলে তখনই মোটর ভ্যান চালকেরা আটার বস্তা বোঝাই গাড়ি রেখে পালিয়ে যায়। পরে ঘটনার খবর দেওয়া হয় উস্থি থানার পুলিশকে। খবর পেয়ে উস্তি থানার পুলিশ কয়েকটি মোটর ভ্যান সহ আটার বস্তাগুলি উদ্ধার করে।
আরও পড়ুন: নিউটাউনে গেস্ট হাউসের আড়ালে মধুচক্র! কী চলছিল নাবালিকাদের সঙ্গে! হাতে-নাতে ধরল পুলিশ
আরও পড়ুন:
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রেশনের আটা বোঝাই মোটরভ্যান গুলি আটক করা হয়েছে। তবে এই রেশন সামগ্রী কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিলো তার তদন্ত শুরু করা হয়েছে।পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের দাবী, রেশন সামগ্রী চুরি করে এলাকার কোন এক রেশন ডিলার পাচার করছিল।তবে আটার বস্তাগুলি কোন রেশন ডিলারের ? কোথায় পাঠানো হচ্ছিলো এগুলি ? সে বিষয়ে তদন্ত শুরু করেছে উস্থি থানার পুলিশ।
আনিশ উদ্দিন মোল্লা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ration, South 24 Parganas news