South 24 Parganas News : ধর্মঘটে স্কুলে গরহাজির! রিপোর্ট তলব পঞ্চায়েত সমিতির সভাপতির

Last Updated:

South 24 Parganas News: ডিএ-এর দাবিতে ধর্মঘটে কারা আসেনি স্কুলে জানতে রিপোর্ট তলব পঞ্চায়েত সমিতির সভাপতির। এই ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়েছে পাথরপ্রতিমাতে। ইতিমধ্যে সেই নির্দেশ পৌঁছে গিয়েছে ৩ টি চক্রে।

বিতর্কিত নির্দেশনামা
বিতর্কিত নির্দেশনামা
পাথরপ্রতিমা: ডিএ-এর দাবিতে ধর্মঘটে কারা আসেনি স্কুলে জানতে রিপোর্ট তলব পঞ্চায়েত সমিতির সভাপতির। এই ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়েছে পাথরপ্রতিমাতে। ইতিমধ্যে সেই নির্দেশ পৌঁছে গিয়েছে ৩ টি চক্রে। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা পঞ্চায়েত সমিতির সভাপতি সেখ আবদুর রজ্জাক এই নির্দেশ দেন বলে খবর। গত ১০ মার্চ ধর্মঘটের দিন পাথরপ্রতিমা ব্লকের ৪০০ বেশী স্কুলের শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের হাজিরার বিস্তারিত রিপোর্ট চেয়েছেন অবর বিদ্যালয় পরিদর্শকের কাছে। ব্লকের তিনটি চক্রের কাছে ইতিমধ্যে এই নির্দেশ পৌঁছে গিয়েছে।
এ নিয়ে অবর বিদ্যালয় পরিদর্শক শ্যামল মল্লিক জানান, আমরা নির্দেশ পেয়েছি। কিন্তু বিষয়টি আমাদের উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। সেই নির্দেশ মতো কাজ করব। এই নির্দেশের এখনই গুরুত্ব দিচ্ছি না।
এলাকার কিছু স্কুলের শিক্ষক এই নির্দেশকে গুরুত্ব দিতে রাজি নন। রাজ্যের প্রধান শিক্ষকদের সংগঠনের রাজ্য সম্পাদক চন্দন মাইতিও এই নির্দেশকে বেআইনী হস্তক্ষেপ বলে জানান।
advertisement
advertisement
পঞ্চায়েত সমিতির সভাপতি সেখ আবদুর রজ্জাক বলেন, আমি সমিতির প্যাডে দিইনি। ব্যক্তিগতভাবে জানতে এই নির্দেশ দিয়েছিলাম, দল কিছু জানেনা। বিধায়ক সমীর জানা বলেন, নির্দেশটা আমি এখনও দেখিনি। দেখার পর বিষয়টি নিয়ে বলতে পারব। প্রয়োজন হলে এই নির্দেশ বাতিল করা হবে।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : ধর্মঘটে স্কুলে গরহাজির! রিপোর্ট তলব পঞ্চায়েত সমিতির সভাপতির
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement