South 24Parganas News: তিন মাসে ৬-জন কোটিপতি! রাতারাতি বড়লোক হওয়ার আশায় জয়নগরে কী ঘটছে, জানুন!
- Published by:Piya Banerjee
Last Updated:
South 24Parganas News: রাতারাতি কোটিপতি হতে কে না চায়! তার জন্য অনেক কিছুই ঘটে চলে। এবার জয়নগরের ঘটনা অবাক করবে। জানুন
#জয়নগর : অল্পদিনের ব্যবধানে জয়নগর এলাকায় লটারি টিকিটে একাধিক কোটি টাকার পুরস্কার মেলায় ,টিকিট কাটার আগ্রহ বাড়ছে এলাকার মানুষের। ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে লটারি টিকিট বিক্রির দোকান। গত তিন মাসে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থানার অন্তর্গত জয়নগর পৌরসভা এলাকা এবং দক্ষিণ বারাসাত এলাকার ৬ জন পর পর ডিয়ার লটারির টিকিট কেটে এক কোটি টাকা পুরস্কার পাওয়ায় এলাকার মানুষের মধ্যে লটারি টিকিট কাটার প্রবণতা বেড়েছে।
আর সে কারণেই অল্প দিনের মধ্যেই জয়নগরের বিভিন্ন এলাকায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে লটারি টিকিট বিক্রির দোকান। জয়নগর দক্ষিণ বারাসাত এবং বহরু রেল স্টেশন চত্বর ,বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড ,ট্রেকার স্ট্যান্ড সহ বিভিন্ন জনবহুল এলাকায় কোথাও কংক্রিটের ছাদের নিচে আবার কোথাও রাস্তার ধারে টেবিল চেয়ারে বসে ছাতা টাঙিয়ে চলছে লটারি টিকিট বিক্রির কাজ।
advertisement
advertisement
একদিকে যেমন বেকার যুবকদের মধ্যে এই টিকিট বিক্রির প্রবণতা বেড়েছে অপরদিকে রাতারাতি কোটিপতি হবার আশায় টিকিট কেনার খরিদ্দার ও ক্রমশই বেড়ে চলেছে। এক টিকিট বিক্রেতা সাংবাদিকদের জানান ,গত তিন মাসে জয়নগর, বহরু এবং দক্ষিণ বারাসত এলাকা থেকে ৬ জন লটারি টিকিট কেটে কোটিপতি হওয়ায় লটারি টিকিট কাটার প্রতি আগ্রহ বাড়ছে এলাকার মানুষের, সে কারণেই আমরা টিকিট বিক্রয়ের কাউন্টার খুলেছি এবং ভালই সাড়া পাচ্ছি।রাতারাতি কোটিপতি হওয়ার আশায় ,কেউ লুকিয়ে - কেউবা প্রকাশ্যে প্রতিনিয়ত কেটেই চলেছে লটারি টিকিট। এমন এক টিকিট গ্রাহক সাংবাদিকদের জানালেন ভাগ্যকে যাচাই করার জন্য তিনি এই লটারির টিকিট কাটছেন।
advertisement
সুমন সাহা
Location :
First Published :
November 09, 2022 5:59 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24Parganas News: তিন মাসে ৬-জন কোটিপতি! রাতারাতি বড়লোক হওয়ার আশায় জয়নগরে কী ঘটছে, জানুন!