South 24 Parganas News | Durga Puja Travel : মাত্র ৫৫ টাকায় পৌঁছে যান বকখালি! পুজোয় মন ভরে উপভোগ করুন সমুদ্রের খোলা বাতাস!
- Published by:Piya Banerjee
Last Updated:
South 24 Parganas News | Durga Puja Travel : অবাক হচ্ছেন? কী করে যাওয়া যাবে বকখালি, তাও মাত্র ৫৫ টাকায়! রইল তার হদিশ!
#বকখালি : এবার পুজোয় আপনার গন্তব্যস্থল হোক বকখালির সমুদ্র সৈকত। খোলা আকাশের নীচে দিগন্ত বিস্তৃত সমুদ্র সঙ্গে খোলা সৈকত উপভোগ করতে হলে আপনাকে আসতেই হবে বকখালি। স্বল্প বাজেটে সাচ্ছন্দে ঘুরতে চাইলে বকখালি আপনার জন্য উপযুক্ত জায়গা। সব থেকে কম খরচে বকখালি আসতে হলে আপনাকে শিয়ালদহ থেকে ট্রেনে করে নামখানাতে আসতে হবে ভাড়া মাত্র ২৫ টাকা সময় লাগবে ৩ ঘণ্টা। এরপর নামখানা থেকে বাসে করে সোজা বকখালি ভাড়া মাত্র ৩০ টাকা সময় লাগবে সময় লাগবে প্রায় ৪৫ মিনিট। ট্রেনে করে না আসতে চাইলে, আপনি ধর্মতলা থেকে সোজা বাসে আসতে পারেন। সেক্ষেত্রে সময় ও খরচ অনেকটাই বেশি লাগবে।
বকখালিতে আসলে আপনি উপভোগ করতে পারবেন বঙ্গোপসাগরের দিগন্ত বিস্তৃত জলরাশি ও খোলা সমুদ্র সৈকত। এখানে সমুদ্র অনেকটাই শান্ত। বর্তমানে বকখালি সি বিচে পর্যটকদের জন্য একটি সেলফি পয়েন্ট করা হয়েছে। যা বকখালির সৌন্দর্যকে আরও বৃদ্ধি করেছে। বকখালিতে থাকা খাওয়ার জন্য আপনি একাধিক হোটেল পেতে পারেন। ৩০০ টাকা থেকে শুরু করে ৩০০০ টাকা আপনার সাধ্যের মধ্যেই আপনি এখানে হোটেল পেয়ে যাবেন। পর্যটকদের জন্য বকখালি হল পকেট ফ্রেন্ডলি পর্যটনকেন্দ্র। বর্তমানে বকখালিতে পর্যটকরা যাতে সমুদ্রে তলিয়ে না যায়। সেজন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বদা পর্যটকদের সতর্ক করা হয়। এতে বিপদের সম্ভবণা অনেকটাই কমে।
advertisement
ঠিকানা : বকখালি, দক্ষিণ ২৪ পরগণা, পিন ৭৪৩৩৩৯,
advertisement
বকখালিতে আসার পর আপনি আশেপাশের বেশ কয়েকটি জায়গা ঘুরে দেখতে পারেন। হেনরি আইল্যান্ড ও ফ্রেজারগঞ্জের বায়ুকল ও বেনফিশ সহ একাধিক জায়গা ঘুরে দেখতে পারেন। অথবা সকালে যাওয়ার পর বিকালে ফিরে আসতে পারেন। সুতরাং এবার পুজোয় একদিনের জন্য হলেও ঘুরে আসুন বকখালি। স্বল্প বাজেটের এই ঘোরার জায়গা আপনাকে মুগ্ধ করবেই। সুতরাং দেরি না করে এবার পুজোয় আপনার গন্তব্যস্থল হোক বকখালি।
advertisement
নবাব মল্লিক
Location :
First Published :
September 20, 2022 8:18 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News | Durga Puja Travel : মাত্র ৫৫ টাকায় পৌঁছে যান বকখালি! পুজোয় মন ভরে উপভোগ করুন সমুদ্রের খোলা বাতাস!