South 24 Parganas News : বিকেলে মদের আসর বসায় কাকা-ভাইপো! আড্ডার ছলে ঘটলো ভয়াবহ ঘটনা!

Last Updated:

South 24 Parganas News : কাকা ভাইপো দিব্যি জমিয়েছিল আসর। লোকজনের সামনেই যা ঘটে গেল, জানলে শিউরে উঠবেন!

ব্লক স্বাস্থ্য কেন্দ্র 
ব্লক স্বাস্থ্য কেন্দ্র 
পূজালী:  বচসার জের, কাকার হাতে খুন হল ভাইপো। মৃত ব্যক্তির নাম স্বদেশ দাস(৩৮)। এই ঘটনায় মৃত ব্যক্তির কাকা মহাদেব দাসকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর পূজালী পৌরসভার অন্তর্গত ১৩ নম্বর ওয়ার্ডের রাজারামপুরের একটি কালীপুজো উপলক্ষ্যে মদ্যপানের আসর বসেছিল। সেই মদের আসরে কাকা মহাদেব দাস এবং ভাইপো স্বদেশ দাসও ছিল। সূত্রের খবর এদিন ভোরবেলায় কাকা এবং ভাইপোর মধ্যে গালিগালাজসহ বচসা বেধে যায়।
আর তাতেই কাকা ধারালো একটি অস্ত্র দিয়ে ভাইপোর গলায় কোপ বসায়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে ভাইপো। স্থানীয়দের সহায়তায় পরিবারের লোকজন তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়।কিন্তু পরিবারের দাবি বাড়িতে নিয়ে আসার পর তার আবারো অবস্থার অবনতি ঘটে। সেজন্য পুনরায় স্থানীয় খড়িবেরিয়ার ব্যাঞ্জনহেড়িয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাকে। কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা স্বদেশ দাসকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
আরও  পড়ুন:
ঘটনার পর মহাদেব পালিয়ে গেলেও মৃতের স্ত্রী মনিকা দাসের লিখিত অভিযোগের ভিত্তিতে পূজালী থানার তদন্তকারী আধিকারিকেরা পূজালী থেকেই মহাদেব দাসকে গ্রেফতার করে। আলিপুর আদালতে কাছে পুলিশ হেফাজতের আবেদন জানাবে পুলিশ। এই ঘটনায় পূজালী পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে নেমেছে শোকের ছায়া।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : বিকেলে মদের আসর বসায় কাকা-ভাইপো! আড্ডার ছলে ঘটলো ভয়াবহ ঘটনা!
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement