‘আমি মানুষের জন্য কাজ করি, শিরদাঁড়া বিক্রি করি না’: এ কথা বলা তৃণমূল কর্মী গুলিবিদ্ধ
- Reported by:ARPAN MONDAL
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
South 24 Parganas News: তৃণমূলের গোষ্ঠী কোন্দল, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু যুব তৃণমূল কর্মীর
দক্ষিণ ২৪ পরগনা: পঞ্চায়েত নর্বাচনের আগে আবার খুন তৃণমূল কর্মী। তৃণমূলের গোষ্ঠী কোন্দল, গুলি বিদ্ধ হয়ে মৃত্যু যুব তৃণমূল কর্মীর । ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা বাসন্তী থানার ফুল মালঞ্চ পঞ্চায়েতের সোপানের মোড়ের কাছে। শনিবার রাত্রে স্থানীয় মানুষজন দেখতে পান রাস্তার পাশেই পড়ে আছে এক ব্যক্তি। স্থানীয় মানুষজন কাছে গিয়ে দেখতে পায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তিনি৷ স্থানীয় মানুষের অভিযোগ গুলি করে খুন করা হয়েছে তাঁকে। পাশে থেকে উদ্ধার হয়েছে গুলির খোলও।
এরপরেই তাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তি নাম জিয়ারুল মোল্লা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়।
advertisement
advertisement
মৃতের ছেলে মিজানুর মোল্লার অভিযোগ রাজনৈতিক শত্রুতার জেরে তাঁর বাবাকে খুন করা হয়েছে। তিনি সরাসরি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগ বিভিন্ন সময় তার বাবাকে একাধিক ফোন নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হত। তাঁর বাবা যুব তৃণমূল করতেন ।সেই কারণে বিভিন্ন সময় বাবাকে হুমকি দেওয়া হত। ছেলে জানিয়েছে বাবা বলতেন ‘‘আমি মানুষের জন্য কাজ করি, শিরদাঁড়া বিক্রি করব না৷’’ কী কারণে খুন তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
Arpan Mondal
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 02, 2023 9:58 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
‘আমি মানুষের জন্য কাজ করি, শিরদাঁড়া বিক্রি করি না’: এ কথা বলা তৃণমূল কর্মী গুলিবিদ্ধ







