South 24 Parganas News: মাছ ধরার জালে এটা আবার কী! সামনে যেতেই আঁতকে উঠল গ্রামবাসীরা, ব্যাপক চাঞ্চল্য এলাকায়
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:SUMAN SAHA
Last Updated:
South 24 Parganas News: জেলার একাধিক জায়গায় পুকুর থেকে উদ্ধার হচ্ছে ব্যালট বক্স। উত্তর ২৪ পরগনার গোপালনগর ও ডায়মন্ড হারবার এর পর এবার পুকুর থেকে ব্যালট বক্স উদ্ধার হল জয়নগরে।
জয়নগর: ভোট মিটে গেলে এখনও যেন রাজনৈতিক তরজা যেন থামছে না জেলাতে। জেলার একাধিক জায়গায় পুকুর থেকে উদ্ধার হচ্ছে ব্যালট বক্স। এই ব্যালট বক্স উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। উত্তর ২৪ পরগনার গোপালনগর ও ডায়মন্ড হারবার-এর পর এবার পুকুর থেকে ব্যালট বক্স উদ্ধার হল জয়নগরে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
শনিবার জয়নগর বিধানসভার অন্তর্গত বকুলতলা ময়দা বটতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় একটি পুকুরের ব্যালট পেপার ভাসতে দেখে গ্রামবাসীরা। এরপর পুকুরে জাল দেওয়া হয়, পুকুরে জাল দেওয়ার পর অবাক গ্রামবাসীরা। এক দুটো নয়, চার চারটে ব্যালট বক্স উদ্ধার হল ওই পুকুর থেকে। সামনেই পঞ্চায়েত ভোটের বোর্ড গঠন আর তার আগে ব্যালট বাক্স উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
advertisement
advertisement
পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ৮ জুলাই জয়নগর বিধানসভা বকুলতলা থানার অন্তর্গত ময়দা বটতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় ময়দা গ্রাম পঞ্চায়েতের ১৪১, ১৪৩ ও ১৪৪ নম্বর বুথের ভোট গ্রহণ কেন্দ্র করা হয়। ভোট চলাকালীন শাসক বিরোধী সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে বটতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় চত্বর। এলাকায় বোমাবাজি ও স্কুলে ভাঙচুর শুরু করে দুষ্কৃতীরা। এরপর রাজ্যের নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী পুনরায় ১০ তারিখ পুনঃনির্বাচন করা হয়।
advertisement
এলাকার এক বাসিন্দা কৃষ্ণ দাস নস্কর তিনি জানান, ‘আমি প্রতিদিনের মত কাজে যাচ্ছিলাম দেখলাম স্কুলের সামনের পুকুরে এক ব্যক্তি জাল ফেলছে৷ প্রথমে জালে একটি ব্যালট পেপার উদ্ধার হয়। এরপর একে একে চারটি ব্যালট বক্স। ভোটের সময় যে দুষ্কৃতির তাণ্ডব চলেছে গোটা এলাকায় এটা তারই ফলস্বরূপ। এলাকায় অশান্তি যেন অব্যাহত রয়েছে।’ ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। বকুলতলা থানার পুলিশ পৌঁছে চারটি ব্যালট বক্স উদ্ধার করে নিয়ে যায়। পুকুরের মধ্যে কীভাবে ব্যালট বক্স এল তার তদন্ত শুরু করেছে বকুলতলা থানার পুলিশ। ব্যালট বক্স পুকুরের মধ্যে কিন্তু ভোট গণনা কীভাবে সম্পূর্ণ হল, তা নিয়ে রাজ্যের শাসক দলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে রাজ্যের বিরোধী শিবির।
advertisement
সুমন সাহা
Location :
Kolkata,West Bengal
First Published :
August 05, 2023 3:50 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: মাছ ধরার জালে এটা আবার কী! সামনে যেতেই আঁতকে উঠল গ্রামবাসীরা, ব্যাপক চাঞ্চল্য এলাকায়