South 24 Parganas News : নালুয়ার কামারপোতা গ্রামে আইসিডিএস সেন্টারের বেহাল দশা, অসুবিধায় শিক্ষার্থীরা
- Published by:Salmali Das
- hyperlocal
Last Updated:
South 24 Parganas News : দীর্ঘদিন ধরে এই আইসিডিএস সেন্টারের বেহাল দশা থাকার কারণে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। এই সমস্যার প্রতিকারের দাবিতে সরব হয়েছেন তাঁরা।
মথুরাপুর: নালুয়ার কামারপোতা গ্রামে আইসিডিএস সেন্টারের বেহাল দশা। যার ফলে অসুবিধায় পড়েছেন শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে এই আইসিডিএস সেন্টারের বেহাল দশা থাকার কারণে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। এই সমস্যার প্রতিকারের দাবিতে সরব হয়েছেন তাঁরা।
গ্রামবাসীদের অভিযোগ এই আইসিডিএস সেন্টারের খিচুড়িতে পোকা পাওয়া যায় প্রায়শই। অভিযোগ জানালেও কোনও কর্ণপাত করেননা ওই আইসিডিএস সেন্টারের শিক্ষিকা। প্রতিবাদে আইসিডিএস সেন্টার বন্ধ করল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে মথুরাপুরের নালুয়ার কামারপোতা গ্রামে।
আরও পড়ুনঃ ডিএ-র দাবিতে ধর্মঘটে অংশ নেওয়ায় প্রধান শিক্ষিকাকে স্কুলে ঢুকতে বাধা! তালা দিল ক্লাসরুমে
advertisement
advertisement
অভিযোগ ওই গ্রামের আইসিডিএস সেন্টারের শিক্ষিকা পাপিয়া অধিকারি নিজের ইচ্ছামত আইসিডিএস সেন্টার চালান। এছাড়াও সেই আইসিডিএস সেন্টার থেকে নিম্নমানের খাদ্যসামগ্রী দেওয়া হয়। যাতে পোকা দেখতে পাওয়া যায়। সেই খাদ্যসামগ্রী খেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েন।
আরও পড়ুনঃ সুন্দরবনকে এবার রক্ষা করবে ‘সুন্দরী সুন্দরবন’ অ্যাপ! কী কী সুবিধা থাকছে এই নতুন অ্যাপে জেনে নিন
প্রতিবাদে গ্রামবাসীরা আইসিডিএস সেন্টারেই তালা ঝুলিয়ে স্কুল বন্ধ করে রাখেন। গ্রামবাসীদের আরও অভিযোগ আইসিডিএস সেন্টারের শিশুদের জন্য থাকা টয়লেটটিও ব্যবহারের অযোগ্য। সেই টয়লেটটি প্রায়শই তালা মারা থাকে। সেই সঙ্গে সেখানে জলের কোনও ব্যবস্থা নেই। পানীয় জল আনতে যেতে হয় অনেকটা দূরে। এদিকে নালুয়ার এই আইসিডিএস সেন্টারের খাদ্যসামগ্রী এত নিম্নমানের হওয়ায় ক্ষোভে ফুঁসছেন সকল গ্রামবাসীরা। তাঁরা এই সমস্যার দ্রুত সমাধান হওয়ার দাবি জানিয়েছেন।
advertisement
নবাব মল্লিক
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 11, 2023 7:38 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : নালুয়ার কামারপোতা গ্রামে আইসিডিএস সেন্টারের বেহাল দশা, অসুবিধায় শিক্ষার্থীরা