South 24 Parganas News: ২১ দিন টানা সাইকেল চালিয়ে কুলপি থেকে কেদারনাথে রানা! অদ্ভুত ঘটনা

Last Updated:

কুলপি থেকে কেদারনাথ স্বপ্নের সাইকেল যাত্রা শেষে বাড়ি ফিরলেন কুলপির এক যুবক।

+
২১

২১ দিনে সাইকেল চালিয়ে কেদারনাথে

#কুলপি: কুলপি থেকে কেদারনাথ স্বপ্নের সাইকেল যাত্রা শেষে বাড়ি ফিরলেন কুলপির এক যুবক। ওই যুবকের নাম রানা প্রামাণিক। ২৭ শে আগস্ট বাড়ি থেকে বের হয়েছিলেন ওই যুবক। প্রায় ২১ দিন সাইকেল চালিয়ে সেপ্টেম্বরের ১৯ তারিখে কেদারনাথ পৌঁছান।পথে একাধিক বাধা এসেছিল ওই যুবকের।
কেদারনাথ পৌঁছানোর ঠিক আগেই, পথে পাহাড়ি রাস্তায় ধ্বস নামার মত ঘটনা ঘটে। চোখের সামনে সেই দৃশ্য দেখেছেন তিনি। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে এক অন‍্য জগৎকে উপলব্ধি করেছেন তিনি। বাড়ি থেকে তিনি যখন সাইকেল নিয়ে বের হয়েছিলেন তখন পাশে পেয়েছিলেন তাঁর বাবা, মা ও গুটিকতক বন্ধুকে। তবে ফিরে আসার সময় তাঁর পরিচিতি ছড়িয়েছিল বহুদুর। বাড়ি ফেরার সময় এলাকার লোকজন তাকে ফুলের মালা গলায় দিয়ে সংবর্ধনা জানায়।
advertisement
আরও পড়ুন: ট্রেনের কামরার ভিতরেই সুস্বাদু খাবারের রেস্তোরাঁ, অভিনব উদ্যোগ মালদহে
শুধুমাত্র মনের জোরেই দুর্গম এই তীর্থক্ষেত্র তিনি জয় করেন। সেপ্টেম্বরের ২০ তারিখে তিনি কেদারনাথ পৌঁছানোর পর সেখানে কয়েকদিন অবস্থান করেন।এরপর আবারও বাড়ির দিকে রওয়ানা দেন তিনি। আবারও ২১ দিনের অপেক্ষার পর বাড়ি ফেরেন তিনি। এ নিয়ে রানা প্রামানিক জানান তাঁর মনের ইচ্ছার জেরে তিনি একাই পারি দিয়েছিলেন কেদারনাথের উদ‍্যেশ‍্যে। তবে যারা তাঁর মত কেদারনাথ যেতে চান সকলকেই তিনি একা না যাওয়ার পরামর্শ দিয়েছেন।
advertisement
advertisement
আরও পড়ুন: শরীরে সঙ্গীর আদর-কামড়ের দাগ নিয়ে চিন্তিত? নিমেষে দাগ দূর করার উপায় জানুন
ভবিষ্যতে তিনি সাইকেলে করে লাদাখ যাওয়ার পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন তিনি। এছাড়াও তিনি জানিয়েছেন যারা তাঁর মত কেদারনাথ যেতে চান তাঁরা যেন অবশ‍্যই সেখানকার আবহাওয়া এবং স্থানীয় পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল থাকেন। এছাড়াও মনের জোর থাকাতে হবে সকলেরই। তবেই দুর্গম এই যাত্রাপথ সহজেই জয় করতে পারবেন তাঁরা।
advertisement
নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ২১ দিন টানা সাইকেল চালিয়ে কুলপি থেকে কেদারনাথে রানা! অদ্ভুত ঘটনা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement