South 24 Parganas News: ডায়মন্ডহারবার নেতাজি সংঘের পুজোর থিমে অমৃতংগময়, উপচে পড়ছে ভিড়
Last Updated:
সমুদ্রমন্থনের সময় যে বিষ উঠেছিল, মহাদেবের সেই বিষ পান করে নীলকন্ঠ হয়ে ওঠার পৌরাণিক কাহিনিকে মাথায় রেখে এই থিম তৈরি করা হয়েছে।
#ডায়মন্ডহারবার : ডায়মন্ডহারবারে এবার পুজোর থিম অমৃতংগময়। সমুদ্রমন্থনের সময় যে বিষ উঠেছিল, মহাদেবের সেই বিষ পান করে নীলকন্ঠ হয়ে ওঠার পৌরাণিক কাহিনিকে মাথায় রেখে ডায়মন্ডহারবার নেতাজি সংঘের উদ্যোগে পরিচালিত রায়নগর কালীনগর সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে এই এবছর পুজোয় এই অভিনব থিমের আয়োজন করা হয়েছে। যা দেখতে দূর দূরান্ত থেকে মানুষজন সেখানে আসছেন।
এবছর ডায়মন্ডহারবার নেতাজি সংঘের পুজোমন্ডপটিতে সমুদ্র মন্থনের চিত্র তুলে ধরা হয়েছে। সমগ্র পুজো মন্ডপে কোনো থার্মোকল ব্যবহার হয়নি। সম্পূর্ণ পুজোমন্ডপটি পাট, পাটকাঠি এবং কাগজের বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে। এরফলে সম্পূর্ণ পুজোমন্ডপটি পরিবেশ বান্ধব পুজো হিসাবে গড়ে উঠেছে।
আরও পড়ুন: ছোলে ভাটুরে-নটরাজের চাট-ককটেল! রিচা-আলির বিয়েতে অদ্ভুত সব খাবার
পুজোমন্ডপটিকে পরিবেশ বান্ধব হিসাবে গড়ে তোলার এই প্রয়াস নজর কেড়েছে সকলের। এই পুজো মন্ডপের দেবীপ্রতিমার পাশে সমুদ্রমন্থনের চিত্র তুলে ধরা হয়েছে। মঞ্চের ঠিক সামনেই রয়েছে মহাদেবের নীলকন্ঠ রূপকে তুলে ধরা হয়েছে। এবছর এই পুজো ২৬ তম বর্ষে পদার্পণ করেছে। এবছর এই পুজোর বাজেট প্রায় ৭ লক্ষ টাকা।
advertisement
advertisement
আরও পড়ুন: সাজের রং হোক গেরুয়া, টিপস বলিউড ডিভাদের
এই পুজো নিয়ে পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে রজত ঘোড়ুই জানান ডায়মন্ডহারবার নেতাজি সংঘের উদ্যোগে গড়ে ওঠা রায়নগর কালীনগর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো ডায়মন্ডহারবারের শহর এবং শহরতলীর মানুষের কাছে এক আবেগ ও ঐতিহ্যজমন্ডিত একটি পুজো। এই পুজো দেখতে বহু দূর থেকে মানুষজন সেখানে আসেন। এবছর পুজো মন্ডপটিকে পৌরাণিক কাহিনী অনুযায়ী চিত্রায়িত করা হয়েছে। তুলে ধরা হয়েছে সমুদ্রমন্থন এবং পরবর্তী পরিস্থিতি। সেজন্য এবছরের থিমের নাম দেওয়া হয়েছে অমৃতংগময়।
advertisement
নবাব মল্লিক
Location :
First Published :
October 03, 2022 3:50 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ডায়মন্ডহারবার নেতাজি সংঘের পুজোর থিমে অমৃতংগময়, উপচে পড়ছে ভিড়