South 24 Parganas News: কলকাতার অদূরে ট্রি হাউস! পুজোর ছুটিতে ঘুরে আসুন প্রকৃতির পাঠশালায়
- Reported by:NAWAB AYATULLA MALLICK
- hyperlocal
Last Updated:
নাম প্রকৃতির পাঠশালা। যেখানে রয়েছে ট্রি হাউস। প্রচন্ড গরমে সেখানে মেলে ঠান্ডার অনুভূতি। সেজন্য পুজোর ছুটিতে কলকাতার খুব কাছেই ঘুরে আসুন বজবজ ২ নং ব্লকে।
বজবজ: নাম প্রকৃতির পাঠশালা। যেখানে রয়েছে ট্রি হাউস। প্রচণ্ড গরমে সেখানে মেলে ঠান্ডার অনুভূতি। তাই পুজোর ছুটিতে কলকাতার খুব কাছেই ঘুরে আসুন বজবজের বায়োডাইভার্সিটি পার্কে।
এই প্রকৃতির পাঠশালা হল বজবজ ২ নং ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে তৈরি হওয়া একটি বায়োডাইভার্সিটি পার্ক। পার্কটিতে রয়েছে একাধিক ফুলের গাছ, প্রজাপতি পার্ক-সহ বেশ কয়েকটি ঝিল।
advertisement
রয়েছে রঙিন মাছ, সঙ্গে মন জুড়ানো সবুজ পরিবেশ। এই বায়োডাইভার্সিটি পার্কের মূল আকর্ষণ ট্রি হাউস। এখানে নতুন ২ টি ট্রি হাউসে ৪ টি রুমের উদ্বোধন হয়েছে। যাদের নাম চিত্রা, জোনাকি, ছুটি এবং তিতলি। এছাড়াও পুরানো একটি ট্রি হাউস রয়েছে।
advertisement
বজবজ ২ নং ব্লকের বিডিও নবকুমার দাসের উদ্যোগে এই ট্রি হাউস এবং বায়োডাইভার্সিটি পার্ক নতুন রূপে গড়ে উঠেছে। যে পার্কে সন্ধ্যা হলেই শোনা যায় পাখিদের কলকাকলি। রয়েছে শতাধিক প্রজাতির গাছ, কিছু ঔষধি গাছ ও ফুলের গাছ।
আরও পড়ুন: নজরদারির ফাঁক দিয়ে দেদার ম্যানগ্রোভ নিধন
সবমিলিয়ে পর্যটকদের জন্য এই বায়োডাইভার্সিটি পার্ক আপনার মন ভাল করবেই তা আর বলার অপেক্ষা রাখেনা। এই পার্কে আসার পর আপনি প্রকৃতির কোলে হারিয়ে যেতে পারেন।
advertisement
নবাব মল্লিক
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 11, 2023 9:28 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: কলকাতার অদূরে ট্রি হাউস! পুজোর ছুটিতে ঘুরে আসুন প্রকৃতির পাঠশালায়