south 24 Parganas.News: বিয়ে বাড়ি থেকে ফেরার পথেই সব শেষ! মর্মান্তিক পরিণতি দুই বন্ধুর 

Last Updated:

বিয়ে বাড়ি থেকে বাইক নিয়ে বাড়ি ফেরার পথে দূর্ঘটনায় মৃত্যু দুই বন্ধুর। বৃহস্পতিবার ভোরে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর চরণ পেট্রোল পাম্পের কাছে ঘটে দূর্ঘটনা

বিয়ে বাড়ি থেকে ফেরার পথেই সব শেষ! মর্মান্তিক পরিণতি দুই বন্ধুর 
বিয়ে বাড়ি থেকে ফেরার পথেই সব শেষ! মর্মান্তিক পরিণতি দুই বন্ধুর 
বারুইপুর: বিয়ে বাড়ি থেকে বাইক নিয়ে বাড়ি ফেরার পথে দূর্ঘটনায় মৃত্যু দুই বন্ধুর। বৃহস্পতিবার ভোরে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর চরণ পেট্রোল পাম্প এর কাছে। মৃত অর্পণ মন্ডল ও গোপাল মন্ডল। মৃত দুই বন্ধুর বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার মোগরাহাট থানার টসরালা মাঝের পাড়ায়।
পরিবারের সূত্রে খবর, দুই বন্ধু বাইকে করে বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন। হাসপাতালে এসে দুজনের তাদের মৃতদেহ দেখতে পায় পরিবারের মানুষজন।স্থানীয় মানুষ জনের কাছে থেকে মৃত পরিবারের সদস্যরা জানতে পারেন বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশে পড়ে ছিল, রাস্তার ধারে গুরুতর আহত অবস্থায় দুজনকে স্থানীয় বাসিন্দারা দেখতে পায়৷
advertisement
তারাই তাদেরকে নিয়ে বারুইপুর মহকুমা হাসপাতালে এলে হাসপাতালে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। পরে বারুইপুর থানার পুলিশ মৃত ব্যক্তিদের দেহ দুটি নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠায়। আজ মৃতদেহ ময়নাতদন্তের পর মৃতের পরিজনদের হাতে তুলে দেওয়া হবে পুলিশের পক্ষ থেকে।
advertisement
পুলিশ সূত্রে খবর, ভোররাতে হাসপাতালে থেকে তারা জানতে পারেন দুইজনকে গুরুতর জখম অবস্থায় বারুইপুর হাসপাতালে নিয়ে আসা হয়েছে।চিকিৎসকরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। কিভাবে ঘটল দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। পেট্রোল পাম্প ও রাস্তা সিসিটিভি ছবি খতিয়ে দেখা হচ্ছে, মৃত্যুর পেছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
south 24 Parganas.News: বিয়ে বাড়ি থেকে ফেরার পথেই সব শেষ! মর্মান্তিক পরিণতি দুই বন্ধুর 
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement