South 24 Parganas News: সুন্দরবনে স্কুলের ছাদে বসল সোলার প্যানেল, মিটবে বিদ্যুতের সমস্যা

Last Updated:

আজও মাঝেমধ্যেই বিদ্যুৎ চলে যায় সুন্দরবনের বিভিন্ন এলাকায়। এর ফলে গরমের সময় হাঁসফাঁস করতে থাকে পড়ুয়ারা। তাদের সমস্যা দূর করতে এবার মথুরাপুরের ঘোড়াদল হাইস্কুলে বসানো হল সোলার প্যানেল

+
title=

দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় আজ‌ও মাঝেমধ্যেই দেখা যায় বিদ্যুতের সমস্যা। হঠাৎ বিদ্যুৎ চলে গেলে অসুবিধা হয় সাধারন মানুষের। বাদ যায় না স্কুলগুলিও। প্রবল গরমের সময় বিদ্যুতের না থাকলে অনেকসময় অসুস্থ পড়ে ছাত্র-ছাত্রীরা। সেই সমস্যার হাত থেকে মুক্তি পেতে স্কুলের ছাদে বসানো হল সোলার প্যানেল। এর ফলে তাপবিদ্যুতের ওপর নির্ভরতা কমবে স্কুলের। এবার গ্রীষ্মকালে বিদ্যুৎ চলে গেলেও সমস্যা হবে না পড়ুয়াদের।
তাপবিদ্যুৎ-এর উপর নির্ভরতা কমাতে এই অভিনব উদ্যোগ নিয়েছে মথুরাপুরের ঘোড়াদল হাইস্কুল। সেখানে স্কুলের ছাদে বসেছে ওয়ান গ্রিড পাওয়ার সিস্টেম। বিদ্যুৎ থাকা অবস্থায় এই সোলার প্যানেল থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়ে স্কুলের সমস্ত বিদ্যুতিক যন্ত্রপাতি সচল রাখবে। ফলে বিদ্যুতের ব্যবহার হবে না বললেই চলে।
advertisement
advertisement
তাপ বিদ্যুৎ থাকাকালীন তার মাধ্যমে সোলার সিস্টেমের ব্যাটারি চার্জ হবে। পরে বিদ্যুৎ চলে গলে সেই ব্যাটারি দিয়ে চলবে স্কুলের পাখা-আলো। ফলে বিদ্যুৎ শুধুমাত্র ব্যাটারি চার্জের কাজে ব্যবহার হবে। এতে বিদ্যুৎ বিল‌ও সাশ্রয় হবে। এছাড়াও পরিষেবা পাওয়া যাবে ২৪ ঘণ্টা। এই অত্যাধুনিক ওয়ান গ্রিড সিস্টেম চালু করে সুন্দরবনের বাকি স্কুলগুলিকে পথ দেখাচ্ছে মথুরাপুরের এই হাইস্কুল। এছাড়াও স্কুলে বসছে ফিঙ্গারপ্রিন্ট আ্যটেন্ডেস সিস্টেম। সিসিটিভি সার্ভিলেন্স‌। সব মিলিয়ে এই স্কুল আগামীদিনে অত্যাধুনিক স্কুল হয়ে উঠবে তা আর বলার অপেক্ষা রাখে না।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: সুন্দরবনে স্কুলের ছাদে বসল সোলার প্যানেল, মিটবে বিদ্যুতের সমস্যা
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement