South24Parganas News: কাকদ্বীপে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত স্কুলছাত্রী, আহত ৫
- Published by:Pooja Basu
Last Updated:
কাকদ্বীপে ভয়াবহ পথদুর্ঘটনায় মৃত স্কুলছাত্রী, আহত ৫। মৃত স্কুলছাত্রীর নাম তনুশ্রী।
#কাকদ্বীপ: কাকদ্বীপে ভয়াবহ পথ দুর্ঘটনায় মারা গেলেন ১ স্কুলছাত্রী। ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের আশ্রম মোড়ে। মৃত স্কুলছাত্রীর নাম তনুশ্রী মন্ডল। এই দুর্ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। আহতদের কাকদ্বীপ মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাদের সেখানেই চিকিৎসা চলছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে খবর।
দুর্ঘটনাস্থলে বর্তমানে পুলিশি পাহারার বন্দোবস্ত করা হয়েছে। বৃহস্পতিবার মাকে সঙ্গে নিয়ে হস্টেলে যাচ্ছিল ওই স্কুলছাত্রী। পথে ভয়বহ দুর্ঘটনার সম্মুখীন হয় তারা। দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছায় কাকদ্বীপ ও হারউড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ। বর্তমানে দুর্ঘটনা স্থলে পুলিশি পাহারার বন্দোবস্ত করা হয়েছে।
আরও পড়ুন South 24 Parganas News : মেয়েকে খুন করেছে খোদ বাবা! নরেন্দ্রপুরে চাঞ্চল্য
সূত্রের খবর মাকে সঙ্গে নিয়ে নিজের স্কুলের হোস্টেলে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মারা যান ওই দ্বাদশ শ্রেণীর ছাত্রী। মৃত ছাত্রীর বাড়ি পাথরপ্রতিমা থানার এল প্লটের উপেন্দ্র নগরে। মাকে সঙ্গে নিয়ে পাথরপ্রতিমা থেকে নামখানায় হস্টেলে যাওয়ার পথে আশ্রম মোড়ের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা।
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর নামখানা থেকে ডায়মন্ডহারবার দিকে আসছিল একটি মাছের গাড়ি। মাছের গাড়ির পাশে একটি টোটোর আ্যক্সেল ভেঙে যায়। দুর্ঘটনাগ্রস্থ ওই টোটোকে বাঁচাতে গিয়ে অপর এক যাত্রীবাহী টোটোতে ধাক্কা মারে ওই মাছের গাড়িটি। ওই টোটো গাড়িতে ছিল ৬ জন যাত্রী ছিলেন।
আরও পড়ুন Durga Puja 2022: ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম এবারু দুর্গাপুজোর থিমে! চমক মালদহের মণ্ডপে
দুর্ঘটনার পর যাত্রীবাহী টোটো গাড়িটি সম্পূর্ণ উল্টে যায়। এরপরই টোটোযাত্রীদের উদ্ধার করতে ছুটে আসেন স্থানীয়রা। সকলকে উদ্ধার করে তারা কাকদ্বীপ মহাকুমা হাসপাতালে পাঠান। সেখানেই ওই স্কুলছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। টোটোর অবশিষ্ট যাত্রীদের সেখানে চিকিৎসা চলছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। ঠিক কিভাবে এই ভয়বহ ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
নবাব মল্লিক
view commentsLocation :
First Published :
September 01, 2022 6:08 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South24Parganas News: কাকদ্বীপে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত স্কুলছাত্রী, আহত ৫