South 24 Parganas News: ফুঁসছে নদী, ভরা কোটালে প্রবল জলোচ্ছ্বাস, ভয়াবহ পরিস্থিতিতে আতঙ্কে গ্রামবাসীরা
- Reported by:NAWAB AYATULLA MALLICK
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
South 24 Parganas News: ভরা কোটালে জলোচ্ছ্বাসের জেরে সংকট দেখা দিল ফ্রেজারগঞ্জের নদীবাঁধে। শুধুমাত্র নদীবাঁধ নয় সংলগ্ন এলাকাতেও এর প্রভাব পড়েছে। প্রভাব পড়েছে ফ্রেজার সাহেবের বাংলোর উপরেও।
নামখানা: ভরা কোটালে জলোচ্ছ্বাসের জেরে সঙ্কট দেখা দিল ফ্রেজারগঞ্জের নদীবাঁধে। শুধুমাত্র নদীবাঁধ নয় সংলগ্ন এলাকাতেও এর প্রভাব পড়েছে। প্রভাব পড়েছে ফ্রেজার সাহেবের বাংলোর উপরেও।ফ্রেজারগঞ্জ বকখালির খুব কাছে পর্যটকদের একটি অত্যন্ত জনপ্রিয় জায়গা। এখানে রয়েছে ফ্রেজার সাহেবের বাংলো। তবে কালের নিয়মে সমুদ্রগর্ভে বিলীন হয়ে যেতে বসেছিল এই বাংলো।
বাংলোর ঠিক সামনেই পাইলিং করা হয়েছিল। তবে সেই পাইলিং টপকে জল গ্রামে প্রবেশ করছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে অনেকেই এলাকা ছেড়ে অন্য যায়গায় চলে যেতে চাইছেন। উত্তাল জলরাশি দুর্বল বাঁধ মানছে না। স্থানীয়রা দীর্ঘদিন ধরে এই এলাকায় স্থায়ী নদীবাঁধের দাবি জানিয়ে আসছেন। কিন্তু স্থায়ী নদীবাঁধ তো দূরের কথা যে নদীবাঁধ ছিল সেটিকেই রক্ষা করা যায়নি।
advertisement
advertisement
আরও পড়ুন- রান্না-ফুল-ভালবাসা-বিয়ে এমনকী কম্পিউটার দেখেও ভয় পান অনেকে, রীতিমতো ‘ফোবিয়া’! বিশ্বাস করা কঠিন
জলে বিলীন হয়ে যেতে বসেছে ফ্রেজারগঞ্জের অন্যতম নিদর্শন ফ্রেজার সাহেবের বাংলো। এভাবে চলতে থাকলে একসময় গোটা গ্রামটাই চলে যাবে জলের তলায়। পূর্ণিমার কোটালে এমন পরিস্থিতি হলে ষাঁড়াষাঁড়ির কোটালে কি অবস্থা হবে সেই কথা ভেবে আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। দ্রুত এই সমস্যার সমাধান করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন ও করেছেন তাঁরা।
advertisement
নবাব মল্লিক
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Aug 03, 2023 5:49 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ফুঁসছে নদী, ভরা কোটালে প্রবল জলোচ্ছ্বাস, ভয়াবহ পরিস্থিতিতে আতঙ্কে গ্রামবাসীরা









