South 24 Parganas News: নরেন্দ্রপুরে ধান ভাঙা মিলের চিমনি ফেটে ভয়াবহ ঘটনা, মৃত মহিলা
- Reported by:Nawab Ayatulla Mallick
- hyperlocal
- Published by:Sipra Roy
Last Updated:
শুক্রবার ভয়াবহ ঘটনা রায়দিঘির নরেন্দ্রপুরে। ধানভাঙা মিলের চিমনি ফেটে ঘটল দুর্ঘটনা মৃত ঐ মেশিনে কর্মরত মহিলা।
দক্ষিণ ২৪ পরগনা: শুক্রবার ভয়াবহ ঘটনা ঘটল রায়দিঘির নরেন্দ্রপুরে। সেখানে ধানভাঙা মিলের চিমনি ফেটে ঘটল দুর্ঘটনা। এই ঘটনায় মারা গিয়েছেন সুপর্ণা হালদার (৩৪) নামের এক মহিলা। সূত্রের খবর ওই মহিলার শ্বশুর বাড়িতে ধানভাঙা মিল ছিল। যেখানে ধান সিদ্ধ ও শুকনো করার কাজ হয়। প্রতিদিনের মত শুক্রবার সকালেও সুপর্ণা ওই মেশিন চালু করে ধান সিদ্ধ ও শুকনো করার কাজে হাত লাগান। কিন্তু এরপর ঘটে দুর্ঘটনা ঘটে।
হঠাৎ প্রচন্ড শব্দের সঙ্গে চিমনি ফেটে যায়। চিমনি ফাটার কিছুক্ষণের মধ্যেই সেখানে ছুটে আসেন তার সুপর্ণার পরিবারের লোকজন ও প্রতিবেশীরা। সেখান থেকে সুপর্ণাকে উদ্বার করে আনা হয় রায়দিঘি হাসপাতালে।সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপর রায়দিঘি থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ডায়মন্ডহারবার পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। ময়নাতদন্তের কাজ শেষ হলেই মৃতদেহ পরিবারের হাতে তুলে দেবে পুলিশ। চিমনি কিভাবে ফাটল সেই ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
নবাব মল্লিক
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Aug 30, 2024 3:20 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: নরেন্দ্রপুরে ধান ভাঙা মিলের চিমনি ফেটে ভয়াবহ ঘটনা, মৃত মহিলা







