Rathayatra 2023: রাস ময়দানে বসেছে রথের মেলা, সাড়ম্বরে পালিত হচ্ছে বারুইপুরে রায়চৌধুরী পরিবারের ৩৫০ বছরের রথযাত্রা উৎসব
- Published by:Arpita Roy Chowdhury
- hyperlocal
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Rathayatra 2023: আজ থেকে প্রায় ৩৫০ বছর আগে রাজবল্লভ চৌধুরী স্বপ্নাদেশে পেয়ে নিজের বাড়িতেই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি প্রতিষ্ঠা করে রথযাত্রার সূচনা করেছিলেন।
সুমন সাহা, দক্ষিণ ২৪ পরগনা : বারুইপুর রায়চৌধুরী বাড়ির রথযাত্রা বঙ্গের খুব প্রাচীন এক রথযাত্রা। মঙ্গলবারও নিষ্ঠার সঙ্গে পালিত হল জগন্নাথের রথযাত্রার পার্বণ। জমিদার রাজবল্লভ রায়চৌধুরীর সময় থেকেই এই রথযাত্রার সূত্রপাত, যা আজও সাড়ম্বরে পালিত হয়ে আসছে।জানা যায়, আজ থেকে প্রায় ৩৫০ বছর আগে রাজবল্লভ চৌধুরী স্বপ্নাদেশে পেয়ে নিজের বাড়িতেই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি প্রতিষ্ঠা করে রথযাত্রার সূচনা করেছিলেন।
এক সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ও বেশ কিছুদিন এই বাড়িতই এসে থেকেছিলেন। ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাসের একটা বড় অংশ এই বাড়িতে বসে লেখা হয়েছিল বলে কথিত। এ বছর সাড়ম্বরে পালিত হচ্ছে ঐতিহাসিক রথযাত্রা।এই রথকে কেন্দ্র করেই রায়চৌধুরীদের রাস ময়দানে বসে বিরাট মেলা ।চলে একমাস ধরে । প্রচুর দোকানপাট ।
advertisement
কী নেই সেই মেলায়! বিক্রি হয় হরেক জিনিসপত্র । বিশেষ করে খাবারের মধ্যে জিলিপি ও বাদামের দোকান বসে লাইন দিয়ে। এছাড়া বিশেষ উল্লেখযোগ্য লোহার ও কাঠের তৈরি জিনিসপত্র ও গাছের দোকান । বারুইপুরের রায়চৌধুরী বাড়ির রথ দেখতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থী ও পুণ্যার্থীরা ছুটে আসেন।
Location :
Kolkata,West Bengal
First Published :
June 20, 2023 3:53 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Rathayatra 2023: রাস ময়দানে বসেছে রথের মেলা, সাড়ম্বরে পালিত হচ্ছে বারুইপুরে রায়চৌধুরী পরিবারের ৩৫০ বছরের রথযাত্রা উৎসব