ঘণ্টার পর ঘণ্টা কারেন্ট নেই! বিদ্যুৎ বিভ্রাট! কেন হচ্ছে? জানাল বিদ্যুৎ অফিস
- Reported by:SUMAN SAHA
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
কেন চলে যাচ্ছে বিদ্যুৎ? নাজেহাল মানুষ
দক্ষিণ ২৪ পরগনা : একই এই তীব্র গরমে সাধারণ মানুষ নাজেহাল হয়ে পড়ছে। আর তার উপরে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাট। বাচ্চা থেকে বড় এবং বাড়িতে যদি অসুস্থ ব্যক্তি থাকলে আরও অসুস্থ হয়ে পড়ছে।সকাল থেকে একটু বেলা গড়ালে রাস্তায় মানুষ থাকতে পারছে না আর যদি বাড়িতে আসে এই গরমে তখন চলে যাচ্ছে বিদ্যুৎ।সারাদিনে বেশ কয়েকবার বাড়িতে বিদ্যুৎ চলে যাচ্ছে আরে বিদ্যুৎ বিভ্রাটের জেরে নাজেহাল হয়ে পড়ছে দক্ষিণ ২৪ পরগনা জয়নগরের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা।
বাড়িতে লোডশেডিং হয়ে গেলে বাইরে ও বেরোতে পারছে না বাইরে রোদ্দুরের তীব্র গরম প্রায় ৪০ থেকে ৪২ ডিগ্রি তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছে। আর ক্রমাগত বেড়েই চলেছে গরমের দাপট।তবে কেন এই বিদ্যুৎ বিভ্রাট আমরা বিদ্যুৎ অফিসের যোগাযোগ করলে জানতে পারা যায়, বিদ্যুতের বেশি খরচের কারণে বিদ্যুৎ সমস্যা হচ্ছে। তবে এটা বিদ্যুৎ ঘাটতির বিষয় নয়।
advertisement
advertisement
তাদের ভান্ডারে পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ রয়েছে। আসলে তাপমাত্রা বেড়ে যাওয়াই বিদ্যুতের চাহিদা গত কয়েকদিন ধরে বেড়ে গিয়েছে কারোর বাড়িতে একটা এসির বদলে চলছে একাধিক ও পাখার ব্যবহার বেড়ে গিয়েছে। তাই প্রত্যেক বাড়িতে বিদ্যুৎ একটু বেশি খরচ হচ্ছে। সেই কারণে এলাকায় এই বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।এছাড়া আরও বলেন বৈদ্যুতিক সামগ্রী হিসেব করে ব্যবহার করলে তবেই কিন্তু এই বিদ্যুৎ বিভ্রাট আটকানো যাবে।
advertisement
আরও একটি মূল বিষয় বেশিরভাগ বাড়িতে যে মিটারের কানেকশন নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে একটি লোড নির্ধারণ করে কানেকশন দেয়া হয়েছিল। পরে বাড়িতে অনেক লোড সংখ্যা বেড়েছে। তবে বেশ কিছু মানুষ সেই লোড স্থানীয় বিদ্যুৎ অফিসে লোড না বাড়ানোর ফলে। কতটা বেড়েছে তা হিসাব করা যাচ্ছে না সেই কারণেও বিদ্যুতের সমস্যা হচ্ছে। আশা করছি তাপমাত্রা একটু কমলে এই সমস্যা মিটে যাবে।
advertisement
সুমন সাহা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 16, 2023 7:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
ঘণ্টার পর ঘণ্টা কারেন্ট নেই! বিদ্যুৎ বিভ্রাট! কেন হচ্ছে? জানাল বিদ্যুৎ অফিস







