Panchayat Election Results 2023: এ কী আজব কাণ্ড সোনারপুরে? মোট ভোটারের 'দেড় গুণ' বেশি ভোটে জয়ী তৃণমূলের প্রার্থী? তাজ্জব সবাই!
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:SUMAN SAHA
Last Updated:
Panchayat Election Results 2023: কলকাতা থেকে ঢিল ছোড়া দূরত্বেই উদ্ভট কাণ্ড পঞ্চায়েত ভোটের ফলাফলে। বুথের মোট ভোটারের থেকে প্রায় দেড় গুন বেশি ভোট পেয়ে জিতে গেলেন তৃণমূল প্রার্থী।
সোনারপুর: গণতন্ত্রের চরম প্রহসন। কলকাতা থেকে ঢিল ছোড়া দূরত্বেই উদ্ভট কাণ্ড পঞ্চায়েত ভোটের ফলাফলে। বুথের মোট ভোটারের থেকে প্রায় দেড় গুন বেশি ভোট পেয়ে জিতে গেলেন তৃণমূল প্রার্থী। হাইকোর্টে মামলা করতে চলেছেন বিজেপি প্রার্থীরা। দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর ব্লকের প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের একের পর এক বুথের ব্যালেট বক্সের ব্যালট পেপারের হিসাব মিলছে না বলে অভিযোগ তুললেন বিরোধীরা।
এরইমধ্যে ২০১ এ ২০১ বি এই দুটি বুথের দুজন বিজেপি প্রার্থীর অভিযোগ বুথের যা মোট ভোটার তার চেয়ে প্রায় দেড় গুন মত ভোট কী ভাবে বেশি পেয়ে জিতে গেল শাসকদলের প্রার্থী? তাই ওই বুথে পুনরায় ভোটের দাবি নিয়ে হাইকোর্টে মামলা করতে চলেছেন তারা।
advertisement
advertisement
বিরোধীদের অভিযোগ, তারা প্রথমে জিতে গিয়েছিলেন। পরে তাদেরকে মেরে ধরে গণনা কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছিল। পরে ঘোষণা করা হয়, ওই দুটি বুথ তৃণমূল প্রার্থী বিজয়ী। প্রিসাইডিং অফিসারের ১৮ নম্বর ফর্মে দেওয়া আছে তাতে ২০১এ র বিজেপি প্রার্থী আলোমতি হালদার (সরদার) জানান তাঁর বুথের ভোটার সংখ্যা হল ৭৪০, ভোট পড়েছে ৬০৬, সেখানে ওয়েবসাইটে দেখা যাচ্ছে তৃণমূল প্রার্থী ১০৮৬ ভোট পেয়ে জিতে গিয়েছেন।
advertisement
অন্যদিকে২০১বি বুথের বিজেপির প্রার্থী অষ্টম কুমার নস্কর জানান, তাঁর বুথের ভোটার ৭২০ জন, ভোট পড়েছে ৬১৪ অথচ সেখানে তৃণমূল প্রার্থী ১০৮৪ ভোট পেয়ে জিতে গিয়েছেন বলে দেখাচ্ছে রেকর্ড। এই দুই প্রার্থীর অভিযোগ, ইচ্ছাকৃতভাবে বাইরে থেকে ব্যালট পেপারে ছাপ মেরে ব্যালট বক্সে দিয়ে তৃণমূল প্রার্থীকে জিতিয়ে দেওয়া হয়েছে। তাই তাঁরা আদালতের শরণাপন্ন হবেন নতুন করে ভোটের দাবি নিয়ে।
advertisement
সুমন সাহা
Location :
Kolkata,West Bengal
First Published :
July 20, 2023 4:31 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Panchayat Election Results 2023: এ কী আজব কাণ্ড সোনারপুরে? মোট ভোটারের 'দেড় গুণ' বেশি ভোটে জয়ী তৃণমূলের প্রার্থী? তাজ্জব সবাই!