South 24 Parganas News- ক্যানিং মহকুমা হাসপাতাল পেল 'মাদার এন্ড চাইল্ড হাব', খুশি সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষেরা
- Published by:Samarpita Banerjee
Last Updated:
ক্যানিং মহকুমা হাসপাতাল পেল 'মাদার এন্ড চাইল্ড হাব', খুশি সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষেরা
#দক্ষিণ ২৪ পরগনা: গঙ্গাসাগরের প্রশাসনিক বৈঠক থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় উদ্বোধন করেন ক্যানিং মহকুমা হাসপাতালের 'মাদার এন্ড চাইল্ড হাব' (South 24 Parganas News)। শুধু এই হাবই নয়, পাশাপাশি তিনি মহকুমা হাসপাতালের অক্সিজেন প্ল্যান্ট এবং ব্লাড সেপারেটার ইউনিটেরও উদ্বোধন করেন। এইদিন ক্যানিং হাসপাতালের মোট তিনটি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সুন্দরবনের মানুষদের স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের কথা মাথায় রেখেই, তিনি আধুনিক পরিষেবা চালু করার উদ্যোগ নিয়েছিলেন।ফলে সুন্দরবনের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হল।
প্রায় চার বছর আগে গোসাবার একটি সরকারি অনুষ্ঠান থেকে তিনি নিজেই ক্যানিং মহকুমা হাসপাতালে 'মাদার এন্ড চাইল্ড হাব' গড়ে তোলার জন্য শিলান্যাস করেছিলেন। এইদিন গঙ্গাসাগরের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত দিয়েই উদ্বোধন হল তার(South 24 Parganas News)। পাশাপাশি ভবনের দ্বারোদঘাটন করেন মহকুমা হাসপাতালের চেয়ারপার্সন তথা বাসন্তীর বিধায়ক শ্যামল মন্ডল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ক্যানিং মহকুমা হাসপাতালের সুপার অপূর্বলাল সরকার, জেলাপরিষদ সদস্য সুশীল সরদার, মাতলা দু নম্বর পঞ্চায়েত প্রধান উত্তম দাস সহ অন্যান্যরা।
advertisement
প্রকল্প খাতে ব্যয় হয়েছে মোট সাড়ে ২১ কোটি টাকা। ক্যানিং মহকুমা হাসপাতাল চত্বরেই গড়ে উঠেছে পাঁচতলা বিশিষ্ট হাসপাতাল। মোট ২৪২ টি শয্যা বিশিষ্ট এই হাসপাতালে, সুন্দরবনের মা ও শিশুদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে (South 24 Parganas News)। প্রথম পর্যায়ে প্রথম ও দ্বিতলে রোগিদের চিকিৎসা শুরু করা হচ্ছে। পরে বাকি তলগুলিও চিকিৎসা পরিষেবা প্রদানের কাজে লাগানো হবে। বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল জানিয়েছেন, "গত ২০১৪ সালে ডায়মন্ডহারবারে প্রশাসনিক বৈঠকে এই মাদার এন্ড চাইল্ড হাব প্রকল্পের প্রস্তাব দিয়েছিলাম। পরে ২০১৭ সালে পৈলানে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে উনি তার অনুমোদন দেন। ওই বছরেই তিনি গোসাবার সরকারি কর্মসূচিতে এসে এই হাবের কাজের শিলান্যাস করেছিলেন। তারপরেই দ্রুত গতিতে এই হাবের কাজ শুরু হয়। গত বছর মাদার এন্ড চাইল্ড হাবের কাজ শেষ হয়ে যায়। কিন্তু করোনা পরিস্থিতিতে ওই হাসপাতালকে করোনা রোগিদের চিকিৎসার জন্য ছেড়ে দেওয়া হয়েছিল। এখন করোনা প্রকোপ কমে যাওয়ায়, মাদার এন্ড চাইল্ড হাবের উদ্বোধন করা হল"।
advertisement
advertisement
সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষদের চিকিৎসা পরিষেবার জন্য নির্ভর করতে হতো দূরপথে কোনো হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে। কিন্তু মহকুমা হাসপাতালেই নতুন মাদার চাইল্ড হওয়ায়, মহিলা ও শিশুদের স্বাস্থ্য বিষয়ে আর ছোটাছুটির প্রয়োজন পড়বে না। সমস্ত পরিষেবায় মিলবে একই ছাদের তলায় (South 24 Parganas News)। ফলে স্বভাবতই খুশি সুন্দরবনের প্রত্যন্ত এলাকার এই মানুষেরা।
advertisement
Rudra Narayan Roy
view commentsLocation :
First Published :
December 30, 2021 8:51 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News- ক্যানিং মহকুমা হাসপাতাল পেল 'মাদার এন্ড চাইল্ড হাব', খুশি সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষেরা

