South 24 Parganas News: দু’বছর আগে নিখোঁজ বীরভূমের মহিলার খোঁজ মিলল জয়নগরের গ্রামে
- Reported by:Suman Saha
- hyperlocal
- Published by:Sipra Roy
Last Updated:
কেরলে স্বামীর কাছে যাবেন বলে বছর দুই আগে বীরভূমের বাড়ি থেকে বেরিয়েছিলেন বছর পঞ্চাশের মহিলা। তারপর থেকে তাঁর আর খোঁজ পাননি পরিবারের সদস্যরা। সম্প্রতি তাঁর খোঁজ মেলে জয়নগরের ঢোসা গ্রামে
দক্ষিণ ২৪ পরগনা: কেরলে স্বামীর কাছে যাবেন বলে বছর দুই আগে বীরভূমের বাড়ি থেকে বেরিয়েছিলেন বছর পঞ্চাশের মহিলা। তারপর থেকে তাঁর আর খোঁজ পাননি পরিবারের সদস্যরা। সম্প্রতি তাঁর খোঁজ মেলে জয়নগরের ঢোসা গ্রামে। স্থানীয় বাসিন্দা ও হ্যাম রেডিওর সহায়তায় শেষ পর্যন্ত মানসিক ভারসাম্যহীন ওই মহিলা পরিবারের কাছে ফিরেছেন। বৃহস্পতিবার বীরভূম থেকে মহিলার মেয়ে ঢোসা গ্রামে এসে মা’কে নিয়ে যান। সম্প্রতি ঢোসা এলাকায় মহিলাকে ইতস্তত ঘুরতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মহিলাকে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তাঁরা। তবে স্পষ্ট করে কিছুই বলতে পারেননি তিনি। অসংলগ্ন কথা বলেন। গ্রামের কয়েকজন থানায় জানান। খবর দেওয়া হয় হ্যাম রেডিয়োকে। হ্যাম রেডিয়ো মহিলার সঙ্গে কথা বলে ও তাঁর ছবি দিয়ে খোঁজ শুরু করে।
দিন চারেক খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত মহিলার পরিবারের খোঁজ মেলে। জানা যায়, তাঁর নাম তাপসী ঘোষ। বীরভূমের পাইকর থানার আমডোল গ্রামে তাঁর বাড়ি। স্বামী কেরলে কাজ করেন। দুই মেয়েরই বিয়ে হয়ে গিয়েছে। বাড়িতে একাই থাকতেন তাপসী। বছর দুই আগে স্বামীর কাছে যাবেন বলে বাড়ি থেকে বেরোন। তারপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। ঢোসার বাসিন্দা অতনু সর্দার-সহ কয়েকজন থানা ও হ্যাম রেডিয়োর সাহায্য নিয়ে মহিলার পরিবারের খোঁজ শুরু করেন। পরিবারের খোঁজ না মেলা পর্যন্ত মহিলাকে গ্রামেই একটি বাড়িতে রাখার ব্যবস্থাও হয়। শেষপর্যন্ত এ দিন মহিলার মেয়ে ঝিলিক ঘোষের হাতে তাঁকে তুলে দেন গ্রামবাসীরা। মাকে ফিরে পেয়ে গ্রামবাসীদের ধন্যবাদ জানান ঝিলিক।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
সুমন সাহা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 05, 2024 7:12 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: দু’বছর আগে নিখোঁজ বীরভূমের মহিলার খোঁজ মিলল জয়নগরের গ্রামে








