Bangla News: করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনার ৩০ দিন পার, ঘরে ফিরল নিখোঁজ ২ যাত্রীর নিথর দেহ

Last Updated:

Coromandel Express Accident: ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর কেটে গিয়েছে একটা মাস। একমাস পরে বাড়িতে ফিরল করমন্ডল এক্সপ্রেস এ থাকা কাকদ্বীপের  দুই যাত্রীর মৃতদেহ। 

মৃতের পরিবারের সদস্যরা।
মৃতের পরিবারের সদস্যরা।
কাকদ্বীপ: ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর কেটে গিয়েছে একটা মাস। একমাস পরে বাড়ি ফিরলেন করমণ্ডল এক্সপ্রেসের দুই যাত্রীর মৃতদেহ। ওড়িশার সেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনার স্মৃতি এখনও তাজা। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় অবশেষে ৩০ দিন পরই কাকদ্বীপে ফিরলেন ৬৪ নম্বর এলাকার দুই ব্যক্তির মৃতদেহ।
দক্ষিণ ২৪ পরগণার কাকদ্বীপের ৬৪ নম্বর এলাকার বাসিন্দা ওই দুই ব্যক্তি দীর্ঘ একমাস আগে করমণ্ডল এক্সপ্রেসে কাজের সূত্রে বেরিয়েছিলেন। ১১ জন পাড়ি দিয়েছিলেন ভিন রাজ্যে। ১১ জনের মধ্যে আগেই পৌঁছেছে পাঁচজনের মৃতদেহ। অবশেষে বহু খোঁজাখুঁজির পর আজ কাকদ্বীপ পুলিশের মর্গে এসে পৌঁছয় ৬৪ নম্বর এলাকার দুই ব্যক্তির দেহ।
আরও পড়ুনঃ অভিনব চুলের স্টাইল, ভোট প্রচারে ঝড় তুলছেন শিলিগুড়ির যুবক
মৃতেরা হলেন আব্দুল মাজিক শেখ (৪৫) এবং গিয়াস উদ্দিন শেখ (৩২)। তবে এলাকাবাসীরা জানিয়েছেন, ওই রেল দুর্ঘটনায় ৬৪ নম্বর এলাকার এখনও চার জনের হদিস পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকাবাসীদের খুব শীঘ্রই মৃতদেহ শনাক্তকরণ করে পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে। বিগত এক মাস কাটিয়ে এই দু’জনের মৃতদেহ পুলিশ মর্গে পৌঁছনোর কথা শুনে শোকাহত দুই পরিবারের সদস্যরা।
advertisement
advertisement
পরিবারের একমাত্র রোজগারে ছিল তারাই। সংসার হাল ফেরানোর জন্য এই রাজ্য থেকে ভিন রাজ্যে ঠিকা শ্রমিকের কাজ করতে যেত এই দু’জন। ভিন রাজ্যে কাজের উদ্দেশে পাড়ি দিয়েছিল তারা কিন্তু আর বাড়ি ফেলা হলো না। বাড়িতে পৌঁছল নিথর দেহ। কার্যত ও পরিবারের একমাত্র রোজগারেদের হারিয়ে শোকাহত পরিবার।
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Bangla News: করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনার ৩০ দিন পার, ঘরে ফিরল নিখোঁজ ২ যাত্রীর নিথর দেহ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement