South24Parganas News: প্রকাশ্য দিবালাকে কাটা হচ্ছে ম্যানগ্রোভ! প্রাকৃতিক বিপর্যয় থেকে সুন্দরবনকে বাঁচাবে কে?

Last Updated:

এভাবে দিনের আলোতে কিভাবে কাটা হচ্ছে ম্যানগ্রোভ , প্রশাসন কেন এখনো নিরব তা বুঝতে পারছি না। তবে এলাকায় যতগুলো প্রাকৃতিক বিপর্যয় হয়েছে বাঁচিয়েছে এই ম্যানগ্রোভ সেই ম্যানগ্রোভ কেটে নেওয়ায় আতঙ্কিত সবাই।

+
এভাবেই

এভাবেই কাটা হয়েছে ম্যানগ্রোভ

#কুলতলী: প্রকাশ্য দিবালোকে কাটা হচ্ছে ম্যানগ্রোভ অভিযোগ গ্রামবাসীদের। কুলতলীর গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের কৈখালী এলাকার নৈপুকুরিয়া নদীর চরে ম্যানগ্রোভ অবাধে কাটা হচ্ছে ম্যানগ্রোভ। প্রকাশ্যে দিনের আলোতে কাটা হচ্ছে ম্যানগ্রোভ গাছ। অভিযোগ জানিয়েও কোন লাভ হয়নি। গ্রামের মানুষজন গ্রাম পঞ্চায়েত ও বনদফতরের কাছেও অভিযোগ জানিয়েছে, তাও কোন লাভ হয়নি। তার পরেও দিনের আলোতে একের পর এক এলাকায় কাটা হচ্ছে বাদাবন। নীরব প্রশাসন। বাদাবন কেনই বা কাটা হচ্ছে সে বিষয়ে উঠছে প্রশ্ন।
আরও পড়ুন East Medinipur News: শিক্ষা দফতরের গোডাউনে ছাগল! বইয়ের উপর বসে করছে যাচ্ছেতাই কাণ্ড
কুলতলীর গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়ের প্রধানের কাছে লিখিত পিটিশন জমা দিয়েছে গ্রামবাসীরা। গ্রামপঞ্চায়ের প্রধান দেবীরানী নস্কর জানান, এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এ বিষয়ে গ্রামবাসীদের থেকে এক ব্যক্তি ভক্তরাম নাইয়া তিনি আমাদেরকে জানান যে এভাবে দিনের আলোতে কিভাবে কাটা হচ্ছে ম্যানগ্রোভ , প্রশাসন কেন এখনও নিরব তা বুঝতে পারছি না। তবে এলাকায় যতগুলো প্রাকৃতিক বিপর্যয় হয়েছে বাঁচিয়েছে এই ম্যানগ্রোভ৷ সেই ম্যানগ্রোভ কেটে নেওয়ায় আতঙ্কিত সবাই।
advertisement
কুলতলী বিধানসভার বিধায়ক গনেশচন্দ্র মণ্ডল বলেন, একাধিকবার উদ্যোগ নিয়ে, ফাঁকা নদীর চর ও যেখানে ম্যানগ্রোভ কেটে ফিশারি তৈরি হয়েছে, ওই সব এলাকায় ম্যানগ্রোভ বসানোর সিদ্ধান্ত নিয়েছে।ম্যানগ্রোভ কাটার অভিযুক্তদের গ্রেফতারের ব্যবস্থা করেছে ।প্রতি রবিবার নিয়ম করে ম্যানগ্রোভ পোঁতার কাজ করেন তিনি। তারপরেও অসাধু মানুষজন কাটছে ম্যানগ্রোভ।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South24Parganas News: প্রকাশ্য দিবালাকে কাটা হচ্ছে ম্যানগ্রোভ! প্রাকৃতিক বিপর্যয় থেকে সুন্দরবনকে বাঁচাবে কে?
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement