Laxmi Puja 2022: তাঁর নাম লক্ষ্মী, টাকা রোজগারে তৈরি করেন প্রতিমা, লক্ষ্মীর বানানো ‘লক্ষ্মী’ই পূজিতা হবেন মণ্ডপে মণ্ডপে

Last Updated:

দিনরাত এক করে প্রতিমা তৈরি কাজ চালাচ্ছেন লক্ষ্মী । তবে তার সহযোগিতা করছেন লক্ষ্মীর ছেলে আকাশ। লক্ষ্মী ২০ থেকে ২৫ বছর ধরে প্রতিমা তৈরি করে আসছেন।

+
প্রতিমা

প্রতিমা বানাতে ব্যস্ত লক্ষ্মী

#জয়নগর: বাঙালির সেরা উৎসব দুর্গা পুজো সবেমাত্র শেষ হয়েছে। তার মধ্যে বাঙালির কোজাগরি লক্ষ্মী পজোর তোড়জোড় শুরু করে দিয়েছে।সেইমতো সমস্ত বাড়ির গৃহকর্মীরা তারা ব্যস্ত হয়ে পড়বেন লক্ষ্মী পুজোর আয়োজনে। কিন্তু দক্ষিণ ২৪ পরগণা জেলার বকুলতলা থানা এলাকার গৌরা হাট রায় নগরে পোটোপাড়া লক্ষ্মী নস্কর ব্যস্ত হয়ে পড়েছেন প্রতিমা বানাতে। দিনরাত এক করে প্রতিমা তৈরি কাজ চালাচ্ছেন লক্ষ্মী ।
তবে তার সহযোগিতা করছেন লক্ষ্মীর ছেলে আকাশ। লক্ষ্মী ২০ থেকে ২৫ বছর ধরে প্রতিমা তৈরি করে আসছে। তবে লক্ষ্মী প্রতিমা তৈরি করতে স্বামীর সাহায্য নেয় না লক্ষ্মী । লক্ষ্মী এ বছর প্রায় ৩৫ টি লক্ষী প্রতিমা তৈরি করেছে নিজের হাতে। সেই প্রতিমা গুলি বিক্রি করে লক্ষ্মী তার নিজের হাত খরচা বাবদ তার কাছে থাকে। পাশাপাশি সে এই টাকা দিয়ে নিজের বাড়িতে বাড়িতে লক্ষ্মী পুজো করেন।
advertisement
advertisement
লক্ষ্মী নস্কর তিনি আমাদেরকে জানান আমি নিজে হাতে লক্ষ্মী প্রতিমা তৈরি করি। বেশ কয়েক বছর ধরে প্রতিমা তৈরি করে আসছি আমি শুধুমাত্র লক্ষ্মী ঠাকুর তৈরি করি বাকি সময় আমি আমার স্বামীর প্রতিমা তৈরি করা কাজে সহযোগিতা করি। লক্ষী প্রতিমা বিক্রয় করে যা উপার্জন হয় সেটা দিয়ে আমি আমার বাড়িতে একটি বড় লক্ষ্মী পুজো করি। এবং পুজোর পরের দিন এলাকার মানুষদের খিচুড়ি ভোগ খাওয়ার ব্যবস্থা করি এবং প্রচুর মানুষ আসে আমাদের বাড়িতে খাওয়া-দাওয়া করে খুব আনন্দে কাটে আমার লক্ষ্মী পূজার দিনটি আমি আমার নিজের উপার্জনের টাকা দিয়ে করি।
advertisement
Suman Saha
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Laxmi Puja 2022: তাঁর নাম লক্ষ্মী, টাকা রোজগারে তৈরি করেন প্রতিমা, লক্ষ্মীর বানানো ‘লক্ষ্মী’ই পূজিতা হবেন মণ্ডপে মণ্ডপে
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement