South24Parganas News: কোথা থেকে এল এতো টাকা? বারুইপুরে ফাঁস রহস্য
- Published by:Pooja Basu
- hyperlocal
Last Updated:
টাকার সঙ্গে উদ্ধার হয়েছে অস্ত্রও৷ গতকাল রাতে বারুইপুরে নাকা তল্লাশি চালাবার সময় একটি ভাড়া গাড়ির মধ্যে থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ টাকা। গ্রেফতার করা হয়েছে গাড়ির চালক অভিজিৎ নস্কর ও নবীন কুমার সিং নামে এক ব্যক্তিকে। পাশাপাশি ডাকাতির আগে কুলতলী থেকে অস্ত্র সহ গ্রেফতার করা হয় দুজনকে।
#বারুইপুর কুলতলী : দুটি পৃথক ঘটনা বারুইপুর থানার পুলিশ পাঁচজনকে গ্রেফতার করল।গতকাল গভীর রাতে বারুইপুর টং তলাতে নাকা তল্লাশি চালাবার সময়l সেই সময় একটি গাড়ি দেখে পুলিশের সন্দেহ হয়l এবং পুলিশ সেই গাড়িটি দাঁড় করিয়ে তল্লাশি করতে থাকে। আর সেই গাড়ির মধ্যে থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ অর্থ। গ্রেফতার করা হয়েছে গাড়ির চালক অভিজিৎ নস্কর ও নবীন কুমার সিং নামে এক ব্যক্তিকে। নবীন কুমার সিংয়ের কাছে থাকা একটি কাপরের ব্যাগ থেকেই উদ্ধার হয়েছে চার লক্ষ অষ্টআশি হাজার টাকা।
আরও পড়ুন South24Parganas News : স্কুল কোথায়? রান্নাঘরের বারান্দাতে চলছে পড়াশুনার পাঠ!
এই টাকা তিনি কোথা থেকে আনছিলেন? এবং কোথায় নিয়ে যাচ্ছিলন, তার ঠিকঠাক উত্তর না দেওয়াতেই পুলিশ গাড়িচালক ও নবীন কুমার সেনকে গ্রেফতার করে। এবং পুলিশ জিজ্ঞাসাবাদের সময় জানতে পারে গাড়িটি ভাড়া করে নিয়ে আসছিল নবীন কুমার সিং , বারাইপুর থানার পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। এবং এই টাকাগুলি কোথায় থেকে আনছিল এবং কোথায় নিয়ে যাওয়ার ছিল সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
advertisement
আরও পড়ুন Malda News: এবার এক ফোনেই মিলবে মানসিক রোগের চিকিৎসা! রইল হেল্পলাইন নম্বর
ধৃতদের বিরুদ্ধে ৩৭৯ ও ৪১১ আইপিসি ধারায় মামলার রুজু করেছে পুলিশ। ধৃতদের আজ বারুইপুর মহকুমা আদালতে তুলবে পুলিশ।অন্যদিকে কুলতলী থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে। একটি বড়সড় ডাকাতির ছক বানছাল করে দিল কুলতলী থানার পুলিশ। কুলতলী থানা এলাকার সামিরুল শেখ নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায়। অভিযান চালানোর সময় তাদের কাছ থেকে পাওয়া গিয়েছে একটি দেশি আগ্নেয়াস্ত্র। এবং ঘটনার স্থল থেকে তিনজন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে কুলতলী থানার পুলিশ। তাদের মধ্যে আকাশ খান, তৌফিক মোল্লা ও মনিরুল তরফদার এই তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ৩৯৯ ও ৪০২ আইপিসি ২৫/ ২৭ অস্ত্র আইনে মামলার রুজু করেছে কুলতলী থানার পুলিশ। আজ বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে।
advertisement
advertisement
সুমন সাহা
Location :
First Published :
December 04, 2022 4:06 PM IST