Sundarban Tour: বড়দিনে রেকর্ড! সুন্দরবনে তিল ধারণের জায়গা নেই পর্যটকদের কোন দ্বীপে জানেন?
- Published by:Sipra Roy
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
সুন্দরবন ভ্রমণে রেকর্ড করল ঝড়খালি। বড়দিনে পর্যটকদের উপচে পড়া ভিড়। আনন্দে মাতলেন পর্যটকরা।
সুন্দরবন: বড়দিনে রেকর্ড করল ঝড়খালি। বুধবার সকাল থেকে কলকাতার সবচেয়ে কাছাকাছি এবং আর্কষণীয় পর্যটন স্পট সুন্দরবনে পর্যটকদের ভিড় বাড়তে থাকে। আজকের এই দিনটাকে উদযাপন ও নতুন বছরকে বরণ করতে অনেকেই দূর-দূরান্ত থেকে ছুটে এসেছেন সুন্দরবনে।
সুন্দরবনের কৈখালী ঝড়খালি কলস দ্বীপ বিভিন্ন পর্যটন কেন্দ্রতে বিপুল সংখ্যক পর্যটকদের ভিড় মুখর হয়ে ওঠে। সারাদিন লঞ্চে চেপে নদী ও ম্যানগ্রোভের জঙ্গলের প্রাকৃতিক শোভা উপভোগের পাশাপাশি দেদার খাওয়া দাওয়ার মধ্যে দিয়েই দিনটি কাটান পর্যটকরা। মরসুমের সেরা ভিড় এ দিন হয়েছিল সুন্দরবনের ঝড়খালিতে। বিপুল পরিমাণে পর্যটকরা এ দিন ঝড়খালিতে আসায় খুশি এলাকার সাধারণ ব্যবসায়ীরা।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
advertisement
অনেকদিন পর এ দিন তাঁদেরও ব্যবসা ভাল হয়েছে বলে জানালেন তাঁরা। এই প্রসঙ্গে এক ব্যবসায়ী বলেন, প্রচুর মানুষজন ঝড়খালিতে বেড়াতে আসায় আজ বিক্রি ভালই হয়েছে। অনেকদিন পরে এত পর্যটক একসঙ্গে এলেন ঝড়খালিতে। বছরের শেষ দিকে পর্যটকদের এই ভিড় মুখে হাসি ফুটিয়েছে সুন্দরবনের পর্যটন ব্যবসায়ীদের।
advertisement
সুমন সাহা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
December 25, 2024 4:05 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Sundarban Tour: বড়দিনে রেকর্ড! সুন্দরবনে তিল ধারণের জায়গা নেই পর্যটকদের কোন দ্বীপে জানেন?