South 24 Parganas News: বর্ষায় মেলে কদমফুল, রাস উৎসবে শ্রীকৃষ্ণেকে খুশি করতে শোলার কদমেই ভরসা
- Reported by:NAWAB AYATULLA MALLICK
- hyperlocal
Last Updated:
ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে নিবিড় যোগ কদমফুলের। রাসযাত্রায় বর্ষার এই ফুল অমিল তাই শোলার কদমেই ভরসা।
দক্ষিণ ২৪ পরগনা: চলছে রাসযাত্রা, মূলত বৈষ্ণব সম্প্রদায়ের উৎসব রাস উৎসব। বৈষ্ণব ভাবধারায় শ্রীকৃষ্ণের প্রকৃতির উৎসব রাস। সেই ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে নিবিড় যোগ কদমফুলের। বিশ্বাস করা হয় শ্রীকৃষ্ণের প্রিয় ফুল কদম ফুল। শৈশবে তিনি এই গাছেই বসে থাকতেন। এছাড়াও কদম গাছ নিয়ে রয়েছে অনেক কাহিনী।মনে করা হয় ভগবান শ্রীকৃষ্ণকে কদম ফুল নিবেদন করা হলে তাঁর আশীর্বাদ পাওয়া যায়। সেজন্য রাস উৎসবে এই কদম ফুল নিবেদন করা হয়।
কিন্তু কদম ফুল বর্ষাকালে ফোটে। শীতের শুরুতে এই ফুলের অভাব থাকায়, শোলার ফুল দেওয়া হয়। সেজন্য বাড়িতে বাড়িতে শোলার কদম ফুল নিয়ে যাওয়ার রেওয়াজ রয়েছে। এই কদম ফুল শুধুমাত্র এই রাস উৎসবের জন্য বিশেষভাবে তৈরি করা হয়। দাম মাত্র ১০ টাকা, রাস উৎসবের আগে বাজারে, পথের ধারে এই ফুল বিক্রেতাদের দেখতে পাওয়া যায়। অধিকাংশ শোলার এই কদম ফুল বিক্রেতার দাবি, সারাবছর এই ফুল তৈরি করতে হয় তাদের।
advertisement
advertisement
কিন্তু বিক্রি শুধুমাত্র রাস উৎসবের আগে হয়। দামও খুব একটা বেশি নয়। কিন্তু অধিকাংশ ব্যক্তি এই ফুল কেনায় লাভ ভালোই হয় বলে জানিয়েছেন তাঁরা। রাস উৎসবের আগে সবাই বাড়িতে নিয়ে যায় এই ফুল, আপনিও এবছর না নিয়ে গেলে, তাড়াতাড়ি কিনে ফেলুন এই শোলার কদম ফুল।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
আপানার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করবেই, সেই সঙ্গে মিলবে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ।
নবাব মল্লিক
Location :
Kolkata,West Bengal
First Published :
November 27, 2023 7:55 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: বর্ষায় মেলে কদমফুল, রাস উৎসবে শ্রীকৃষ্ণেকে খুশি করতে শোলার কদমেই ভরসা